পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাষণা কলিকাতা হিন্দু অনাথ-আশ্রিম ও হিন্দুর বিবাহ-সমস্যা ৩৭৭ স্বগীয় আচাৰ্য্য প্রাণকৃষ্ণু দত্ত, কলিকাতা হিন্দু অনাথ-আশ্রমের প্রতিষ্ঠাতা । বৈধতা লইয়া অবশেষে গোল বাধিতে পারে। সেই জন্ত এই হিন্দু-প্রতিষ্ঠানে হিন্দু-বিবাহ প্রচলিত হয় নাই। পূৰ্ব্বে ১৮৭২ সালের তিন আইন অনুসারে বিবাহ হইত, বর্তমানে ( ঐ আইনের পরিবর্তিত রূপ ) ১৯২৩ সালের ত্রিশ অ্যাক্ট অনুসারে হিন্দু অসবর্ণ বিবাহ হইয়া থাকে। ১৯২৪ সালে যখন আশ্রমে বিবাহযোগ্য অনেকগুলি অবিবাহিত কুমারী ছিল, অথচ তাহাদের পাত্র খুজিয়া পাওয়া কঠিন হইয়াছিল, তখন আশ্রম-কর্তৃপক্ষ একটি নূতন উপায়ের সন্ধান পাইলেন । সেই সময় সিন্ধু প্রদেশের এক জন নেতা হীরাসিং মেধাসিং মাসদ, অমৃত বাজার পত্রিকার তৎকালীন সম্পাদক স্বগীয় মতিলাল ঘোষ মহাশয়ের নিকট কংগ্রেসের কাৰ্য্যোপলক্ষে আসিয়াছিলেন। তিনি কথায় কথায় জানান ষে র্তাহার দুই ভাই আছে, বিবাহধোগ্য বাঙালী মেয়ে পাইলে তিনি বিবাহ দিতে প্রস্তুত আছেন, কারণ তাহাদের দেশে মেয়ের সংখ্যা কম, বিবাহে, জন্য কন্যা পাওয়া সেই জন্য অনেক সময় কঠিন হয় এবং পত্রিীর অভাবে ছেলেদের অবিবাহিত থাকিতে হয়। ঘোষ মহাশয় এই কথা অনাথ-আশ্রমের সম্পাদক রায় বাহাদুর br.سس۔ 88 $ আচার্য্য প্রাণকৃষ্ণু দণ্ডের সহধtষ্মণী স্বগীসু শামতী ক্ষাস্তমণি দত্ত, অনাথ-আশ্রমের প্রতিষ্ঠাত্রী । ডাঃ চুণীলাল বস্ব মহাশয়কে জানান। চুণীবাবু এই সংবাদ শুনিয়া হীরাসিংয়ের সহিত দেখা করেন ও তাহাকে বলেন যে র্তাহার আশ্রমে দুটি শিক্ষিত মেয়ে আছে, তাহারা লোয়ার প্রাইমারী পরীক্ষায় উত্তীর্ণ হইয়া স্কলারশিপ পাইয়াছে। তবে বিবাহের পূৰ্ব্বে তিনি ছেলেদের আর্থিক অবস্থা এবং অন্যান্য বিষয়ে সংবাদ লইতে চাহেন । ইহাতে হীরা সিং ই বি রেলওয়ের কণ্টাক্টর তাহার নিকট-সম্পৰ্কীয় খুলীরাম রঘুমল মাসদার নাম করেন। ইনি কার্ধ্যোপলক্ষে বহুকাল কলিকাতায় বাস করিতেছেন, সম্রাস্ত লোক ও চুশীবাবুর পরিচিত। চুণীবাবু খুীরাম রঘুমলের নিকট পাত্রদের সম্বন্ধে খোঁজখবর লইয়া ঐ দুই সিন্ধী যুবকের সহিত আশ্রমের মেয়ে ছুটির বিবাহ দিয়াছিলেন । এই সময় আশ্রমে যতগুলি বিবাহযোগ্য৷ কুমারী ছিল ১৯২৫ সালের মধ্যে সকলেরই সিন্ধী যুবকদের সহিত বিবাহ হইয়া গেল । এই সময় হইতে এ পর্য্যস্ত আশ্রমের যত মেয়ের বিবাহ হইয়াছে, একটি ছাড়া সকলেরই সিন্ধী যুবকদিগের সহিত বিবাহ হইয়াছে। এই সব মেয়ে বিবাহিত হইয়া সিন্ধুদেশে গিয়া সেথান হইতে প্রায়ই আশ্রমে পত্র লেখে । আমি তাহাজের