পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

%ं न्विन्दिं 三才5不對啞總 মহাত্মা গান্ধী, কংগ্রেস ও মন্ত্রিত্বগ্রহণ ছয়টি প্রদেশের ব্যবস্থাপক সভায় কংগ্ৰেসপক্ষীয় সদস্যের ংখ্যায় সৰ্ব্বাধিক হওয়ায় আইন ও প্রচলিত পালেমেণ্টারী রীতি অনুসারে স্ট্র হাঙ্গের নেতাদেরই ঐ সকল প্রদেশে মস্কিমণ্ডল গঠন করিবার কথা। গবর্ণরেরা তাহাদিগকে তাহা করিতে ডাকিয়াওছিলেন । কিন্তু তাহারা কংগ্রেসকাৰ্য্যনিৰ্ব্বাহক সভার প্রতিজ্ঞা অনুসারে গবর্ণরদিগের নিকট এইরূপ প্রতিশ্রুতি চান, যে, তাহাঁর ভারতশাসন আইনের অত্যায়ী যাহা কিছু করিবেন, তাহাতে গবর্ণরের বাধা দিবেন মা, হস্তক্ষেপ করিবেন না। গবর্ণরের নান কারণ দেখাইয়। ঐরুপ প্রতিশ্রুতি দেন নাই । সহজেক্ট ও স্বভাবতঃ ইহা অতুমিত হইয়াছিল, যে, ভারতসচিবের আদেশ বা উপদেশ অতুসারে গবর্ণরের ঐরুপ কাজ করিয়াছিলেন। ভারতসচিব লর্ড জেটল্যাও এ-বিষয়ে পালে মেণ্টে প্রথম যে বক্তৃতা করেন, তাহাতে তিনি প্রতিশ্রুতিদান সম্বন্ধে গবর্ণরদের সমৰ্থন করেন, এবং প্রভূত্ববোধবান লোকদের চিরাভ্যস্ত স্বরে কথা বলেন। তাহার উপযুক্ত জবাব মহাত্মা গান্ধী ও কংগ্রেসের অন্য কোন কোন নেতা দিয়াছিলেন। লর্ড জেটল্যাণ্ড পালেমেণ্টে এ-বিষয়ে আবার যখন মুখ খুলেন, তখন স্বরটা নরম হইয়াছে বুঝা গেল। তাহার পর কংগ্রেসপক্ষ হইতে বলা হয়, যে, গবর্ণরের সহিত মন্ত্রিমগুলের গুরুতর মতভেদ হইলে, গবর্ণর মন্ত্রীদিগকে বরখাস্ত করিবেন, এইরূপ প্রতিশ্রুতি প্রদান করুন। কংগ্রেসের সমালোচকেরা বলেন, “এরূপ প্রতিশ্রুতির fক প্রয়োজন ? গবর্ণর যদি আপনাদের কোন কাজে আপত্তি করেন বা বাধা দেন,তাহা হইলে আপনারা ত নিজেই কাজে ইস্তফা দিতে পারেন " এ-বিষয়ে অনেক খবরের কাগজে বহু আলোচনা ও তর্কবিতর্ক হইয়াছে। মাসিক পত্রে বিস্তারিত আলোচনা সঙ্গত হইবে না, স্থানেরও অভাব আছে । আমরা সংক্ষেপে কেবল ইহাই বলিতে চাই, যে, মন্ত্রীরা স্বতঃপ্রবৃত্ত হইয়া ইস্তফা দিলে, তাহার যে-যে কারণ 本z弯矶 দেখাইয়াই পদত্যাগ করুন না কেন, তাহার কদৰ্থ এই হঠতে পারিবে, যে, তাহারা কাজ চালাইতে পারিলেম না । অথচ বাস্তবিক তাহারা কাজ চালাইতে সমর্থ ও প্রস্তুভ ছিলেন। গবর্ণর তাহাদিগকে বরখাস্ত করিলে তাহার সহজ অর্থ ৪ ঠিক অর্থ এই হইবে, যে,তিনি মন্ত্রীদিগকে আইনসঙ্গত এবং বৈধ কাজও করিতে দিলেন না ও দিবেন না । মহাত্মা গান্ধী সম্প্রতি বলিয়াছেন, যে, কংগ্রেসের পক্ষ হইতে যদিও কৰ্ম্মচ্যুতির দাবীই করা হইয়াছে বটে, তবে ব্যক্তিগতভাবে তিনি সন্তুষ্ট হইবেন যদি মন্ত্রীদিগের সহিত মতভেদ ঘটিলে গবৰ্ণর তাহাদের ইস্তফা দাবী করেন । কংগ্রেসের সমালোচকেরা বলিতে পারেন, এটা খুব সামান্য ব্যাপার । তাঙ্গাই যদি হয়, তাহ হইলে গবন্মেণ্ট এই সামান্য জিনিষটুকু কংগ্রেসকে দেন না । এ পয্যস্ত উভয় পক্ষের মিলন ঘটাইবার নিমিত্ত অগ্রসর হইয়াছেন কংগ্রেসই । কংগ্রেস মৃত দূর অগ্রসর হইতে পারেন, তত দূর হইয়াছেন। এখন গবষ্মেণ্ট একটু আগাইয়া আসুন না ? গবন্মেণ্ট যদি সত্য সত্যই চান যে কংগ্রেস মন্ত্রিমণ্ডল গঠন করেন, তাহা হইলে সামান্য একটা প্রতিশ্রুতি দিলেই ত চুকিয় যায় ? কংগ্রেসের পক্ষ হইতে যাহা চাওয়া হইতেছে তাহার দ্বার। গবন্মেণ্টের সরলতা ও আন্তরিকতা পরীক্ষিত হইবে । কংগ্রেস মস্ত্রিত্ব গ্রহণ না করিলে তাহার ফলে অচল অবস্থার উদ্ভবে গবর্ণরর শাসনবিধি স্থগিত রাখিতে ( কন্সটিটিউশুন সমূপেণ্ড করিতে ) বাধ্য হইবেন । মহাত্মা গান্ধী তাহার জন্য ও তাহার ফলাফলের জন্ত প্রস্তুত। কিন্তু তিনি তাহ চান কারণ, তাহাতে ব্রিটেন ও ভারতবর্ষের মধ্যে এখন যে ঘৃণাদ্বেষ ও তিক্ততা আছে তাহ। বাড়িবে। তিনি দুঃখকর এরূপ অবস্থা নিবারণার্থ প্রাণপণ চেষ্টা করিবেন, কিন্তু এমন সময় আসিবেই যখন তাহার চেষ্ট নিষ্ফল হইবে । ংগ্রেস বরাবর বলিয়া আসিতেছেন, যে, তাহারা বর্তমান কন্সটিটিউশ্বনটা ধ্বংস করিতে চান। কংগ্রেস-দলের એl l