পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سواسي8t কোখেকে । জামাই বাড়ী এলে শুতে দেবার একথান ঘর নেই, তাই ধারের ওপর ধার করে ঘর তুলতে হয়েছে। লোকে পুকুর কাটানে, বাগান কেনাই দেখে, ভেতরের খবর ত রাখে না । এই যে আজ সাত সক্কালে তোমার কাছে ছুটে এলাম কেন ? জামাই মাসখানেক ধ’রে ভুগছেন, রোগ কি ধরা পড়ে না, অথচ দিন দিন শুকিয়ে সল্তেটি হয়ে যাচ্ছেন। শহর থেকে ভাল ডাক্তার না আনালে মেয়েটা সারা জন্ম ঘাড়ে পড়বে । তাও শাক-ভাত ঘা জোটে তাই না-হয় দিলাম, কিন্তু মনের কষ্ট ? সে কি খুচবে সার! জীবনে ? তাই ত ভায়া, তোমার কাছে এলাম, দশটা টাকা আমার চাই, আসছে মাসের পয়লাই দিয়ে দেব ।” বলিতে বলিতে তিনি খপ করিয়া আমার হাত ধরিয়া ঝর ঝর করিয়া চোখের জল ফেলিতে লাগিলেন । ন’ বলিবার কোন পথই আর রহিল না । 碟 事 鲁 কিন্তু আশ্চৰ্য্য—সেই দিন হইতে গাঙ্গুলী মহাশয়৪ বিরল হইয়া উঠিলেন। না বলিতে দশবার আসিয়া যিনি তত্ত্ব-তল্লাস করিতেন, তামাকের ধোয়ায় আর খোসগল্পের ঠাসবুনানিতে যিনি পোষ্ট আপিসের ঘর সর্বক্ষণ আচ্ছন্ন করিয়া রাখিতেন---এই কয় দিন অনুপস্থিতিতে তাহাকে বেশী করিয়াই মনে পড়িল । ফাকা জীবনের পক্ষে তাহার সাহচর্য্য যে কত প্রয়োজন, সে-কথা বলিষ্ঠ বা কাহাকে ? ভাfবলাম, রুগ্ন জামাইয়ের সেবাশুশষ লইয়া ভদ্রলোক হয়ত বড়ই বিত্রত হইয় পড়িয়াছেন,—একবার সন্ধান লইতে দোষ কি । সন্ধ্যাবেলায় কাজ শেষ করিয়া জলযোগ কfরয়া হffরকেন জালাইয় গাঙ্গুলীবাড়ীর উদ্দেশেই চলিলাম । বাড়ীর সামনে খানিকট। ফুলের বাগান, থানিকটা ফলের । চীনাজুই গোলাপের মাঝখানে লাউডাটা দিব্য লতাষ্টয়া চলিয়াছে, মরশুমী ফুলের পাশে পালঙ শাকের ক্ষেত, স্বৰ্য্যমুখী ও সবুজ ট্যাড়স গায়ে গায়ে শোভা পাইতেছে। সখ ও সঞ্চয় দুটি জিনিষ একই সঙ্গে নজরে পড়ে। রাত্রি বলিয়া সে-সব বিশেষ দেখা গেল না, কেবল বাহিরের বৈঠকখানা ঘরে "ছ-fতন-নয়ের’ কোলাহল শোনা গেল । গাজুলী মহাশয়ের গলাটাই সপ্তমে উঠিয়াছে, পাশার পড়তা প্রবাসী 礙 SN288 বোধ হয় তাহারই দিকে। উপরে ক্ষয় জামাতা অথচ ম৷ এই হৃদয়ভেদী উল্লাসখানি ? আমাকে দেখিয়া গাঙ্গুল ঈষৎ অগ্রস্তুত হইয়া পড়িলেন ধেল । কিন্তু সে-ভাব তাহার বেশক্ষণ স্থায়ী হইল না। হাসিয়া বলিলেন, “জাম্বল আম্বন, মাষ্টার মশায়। পূবের স্বস্থ্যি যে আজ পশ্চিমে উদয় ?” লণ্ঠনের দম কমাইঃ মেঝের উপর রাখিতে রাধিত্বে বলিলাম, "জানেন ত আমাদের কাজ !” গাঙ্গলী প্রাণখোলী উচ্চষ্টাসি হাসিয়া বলিলেন, “ঠিক, ठेिक ” বfললাম, “আপনার জামাই কেমন আছেন ?" গাঙ্গুলী পাশার ঝোকেই হয়ত বলিলেন, “জামা । কই তার ত কিছুই হয় নি । এই পোয় বার তের-পঃ বার তের—দুত্তোরি পঞ্চুরি ।” “কেন, তার যে অস্বগ ব'লে--” “ও—ষ্টা।” পাশার বে-পড় গম্বু কিবা অম্ভ হেতু - মুখপানি তাহার কেমন ফ্যাকাশে বোধ হইল । *; DBBB BB BBB BB BBSBSS BB BB BBS বাড়ী চলে গেছে । তবে কি জ্ঞান, ভায়, তোমার ইয়েট এখন দিতে পারছি নে—fদন পমর aেfর হবে বোধ হয় ।” “কি বিপদ । আমি fক সেই গ্রুঞ্জ এগানে এলাম ? কে কেমন আছেন, আর ত পায়ের খুলে দেন না, তাই &ানতে এলাম ।” “আমাদের আর থাক-থাfক, ভাই । আfছ এই পৰ্যন্ত । চার দিকে অভাব-অভিযোগ, তোমাদের মত বাধা মাইনে হ’ত ত বুক ফুলিয়ে বলতে পালতাম, 'কুছ পরোয় নেই’ । ওরে থেfদ, খেদি, তোর ডাক-কাক এসেছে রে – পান নিয়ে আয়। পান•••সে পাঞ্জা—সে পায়—দুত্তোরি কচে বার ।" পান থাইয়া, থানিক পাশা থেল দেখিয়া ও উহাকে পদধূলি দিবার অঙ্গুরোধ জানাইয়া উঠিলাম। আসিবার সময় আলোট উস্কাইয়ু দিয়া বাড়ীটা আবছা যতটা দেখা যায় দেখিবার চেষ্টা করিলাম। উপরে যদি একখানি ঘর হয় ত ঘরখানি দৈর্ঘ্যে ও প্রন্থে বড়ই বলিতে হইবে, নীচের ঘরও ত অনেকগুলি, অথচ জামাই আসিলে ঘরসক্লান হয় না ! Elst 棒 觀