পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ఫిడి গিয়ে এই বুড়োরই নিন্দে করবে ত ? তা আমার অদৃষ্ট, শেষ কোন জিনিষেরই রাখতে পারি নে। এই দেথ না, চাষার এসে ধরলে, “না’ বলতে পারলাম না । শত কাজ ফেলে ওদের ভাল নিয়েই মেতে আছি । ছি fছ, নেহাৎ অমাহুষের মত কাজ হ’ল । ছোট ভাইটির মত ছিলে—একবার এসে খোজখবর নিতে পারি নি—এ দুঃখ আমার মলেও যাবে না, ভাই ।” “ন, ন, কষ্ট কিছুই হয় নি, বরং আপনার যত্নে—” “ছাই যত্ন ! সদ্বংশের ছেলে তাই বলছ ও-কথা । খুব কষ্ট গেছে—খুব কষ্ট হয়েছে তোমার। আর কি প। দেবে এই হাঘরের দেশে ? কেনই বা দেবে শুনি !” “তা ঘুরতে ঘুবতে দশ-পনর বছর বাদে আসতেও পারি।” “হ্যাঃ–সবাই বলে ওই কথা । তোমাকে নিয়ে হ’ল চার । কেউ কি ফিরে এলেন আর " একটু থামিয়া বলিলেন, “ত ভায়া, অপরাধী ক'রে রেখে গেলে এই বুড়োকে ” “কেন, কেন, কিসের অপরাধ ?” “মনে ক’রে দেথ । দশ আর দশ কুড়ি টাকা—” “কুড়ি কিসের ? পোষ্ট আপিসের যে-দশ টাক; গরমিল হয়েছে-— সে দায় মুtয়তঃ ধৰ্ম্মতঃ আপনার নয়।” গাঙ্গুলী হাসিবার ভঙ্গীতে বলিলেন, “নয়? ভাল, আর দশ যা তোমার কাছ থেকে ধার নিয়েছি, তা শোধবার উপায় কি হবে ? অার তিনটে fদন কি থেকে যেতে পার না ?”

  • না দাদা, হাকিম নড়ে ত হুকুম নড়ে না। টাকার জন্য ব্যস্ত হবেন না, আমি পৌছে ঠিকানা দিয়ে আপনাকে চিঠি দেব, যখন সুবিধে হয় পাঠিয়ে দেবেন।”

গাঙ্গুলী হাসিতে ফাটিয়া পড়িলেন, “ত বটে ! ত৷ বটে ! তোমরা পোষ্ট আপিসে কাজ কর, তোমাদের টাকা পাঠাতে ত আর ফী লাগবে না। এখানে দেওয়াওঁ য', প্রবাসী సిడిg:8 ডাকে দেওযু ও তাই, অথচ দেখ টাকা শোধের ভাবনায় এ ক-দিন ভাল ক'রে ঘুমুতে পাfর নি।” श्राष्ट्र औद्र छूण (}) अद्र उ७िशाम म', ७५ বলিলাম, “গাড়ী একখানা ঠিক করে দেবেন, কাল খাওয়া-দাওয়৷ ক’রেই র ৪ল ইব ।” “নিশ্চয়, নিশ্চয়। নতুন মাষ্টার যে-গাড়ীতে আসবেন সেই গাড়ীতেই রওনা হবে।” বলিয়া গাঙ্গুলী আনন্দে কি আশু বিয়োগ-বেদনায় জানি না, প্রথম দিনের মতঙ্গ আমাকে বুকে চাপিয়া ধরিলেন। টপ টপ কfরয়া কয়েক ফোটা জল আমার জামার উপথ পড়িল । 橡 - 鬱 籌 ক্যাচ-কোচ শব্দে গরুর গাড়ী চলিতেfছল । খড়ের বিস্তানায় শুশ্ৰয় আকাশপাণে চাহিয়া এলোমেলে। কত কি ভাবিতেছিলাম । সংসারে থাকিতে হঠলে শুধু পাটি জিনিষ লক্ষ্ম কারবার চলে না, যেমন খাটি সোনায় খাদ না মিশত লে গহনা হয় না । গাঙ্গুলী স্বদেশী মেলায় নিজ গ্রামের কৃষিজাত দ্রব্য লইয়া চলিয়াছেন, প্রশংসাপত্র, মেডেল অনেক মিলিবে । ইতিমধ্যে প্রকৃত দেশভক্ত বলিয়। প্যাতি ৪ তাহার যথেষ্ট রটিয়াছে -- রাখু ঘোষ দুধের পুরা দামই আদায় করিয়াছে, ধন্মের নামে শপথ ও ক্ৰন্দন যুগপৎ চলিয়াছিল ।...পোষ্ট আপিসের উতfবলে মাঝে মাঝে অধন হিসাবের গরমিল হয়ছ । বিধবার হাতচিঠি বদল না ইহলেও আমার দশটি টাকা একদিন ফিরিয়া পাহব, পুড়ঞ্জোর কমিশনট বাদ যাইতে পারে । গাঙ্গুলী কি কথার খেলাপ কfরবেন ? ভবিষ্যতে তিনি যা-ই করুন, বর্ধমানে এ আশ। পোষণ করিতে দোষ কি ! মন্দ জানিয়া ৪ সব জিনিষ এক দণ্ডে পরিত্যাগ করিতে পারা যায় কি ? রাখু ঘোষের দুধে আর আমাদের জীবনে ধে যথেষ্ট মিল রহিয়াছে !