পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8విథ পিওমী ফুল উংসব হয় তেমনি আইবিস ফুলে হয় ছেলেদের একটি উৎসব । আইরিস ফুলের পাত। দেখতে ঠিক তলোয়ারের মত । ছোট ছেলেদের মনে তলোয়ারের মত এই পাত সাহসী ৪ বীর হবার আকাঙ্ক্ষা জাগিয়ে দেয় । জুলাই-আগষ্ট মাসে সমস্ত খাল বিল পুকুর ভরে যায় পদ্মফুলে । পার্কে, মন্দিরের প্রাঙ্গণে যেখানে ছোটখাট জলাশয় আছে সেখানেও এই ফুল ফুটে সবাইকে মুগ্ধ করে । এই ফুলকে উপলক্ষ্য ক’রে কোন উৎসব নেই । সকলেই শ্রদ্ধ: * ভক্তির অধ্য নিয়ে বৌদ্ধধৰ্ম্মের প্রতীক এই ফুল দেথতে যায় । তার পর শরৎকালের সঙ্গে সঙ্গে মেপ লগাছের পাতা গসবার আগে সব পাতা লাল হয়ে যায়। মেপলের সৌন্দৰ্য্য পাতায় ; রাস্তার দু-ধারের ৪ পাহাড়ের গায়ের সব মেপ লগাছ যখন লাল পাতায় আচ্ছন্ন হয়ে ষায় তখন তাকে আর পাত ক’লে চেনী ৰায় না । মনে হয় লাল ফুল ফুটে অাছে। পাহাড়ে পাহাড়ে এই মেপ লপাছ চিরসবুজ পাইনের সঙ্গে এমন ক’রে মিলিয়ে আছে যে , সবুজে ও লালে এক অপূৰ্ব্ব সৌন্দর্ঘ্যের সাষ্ট হয়েছে । এত বড় জাপান দেশ, তার পাহাড়-পৰ্ব্বত ক্ষেত-খামার সবই সুন্দর বাগান ; এমন কি এদেশের ধান এবং চায়ের ক্ষেত ও দেখবার জিনিষ । নবেম্বর মাসে আসে চন্দ্রমল্লিক । ষোলটি পাপড়িযুক্ত চন্দ্রমল্লিক' বাজার শিরোভূষণ রূপে ব্যবহৃত হয় । পুরাকালে জাপানীর চন্দ্রমল্লিকার অলৌকিক শক্তিতে বিশ্বাস করত। প্রবাদ আছে, এই ফুলের উপরকার;. কয়েক ফোট শিশিরবিন্দু খেলে দীর্ঘজীবন লাভ করা যেত । বড় বড় পার্কে চন্দ্রমল্পিকার প্রদর্শনী ও পুরস্কারপ্রতিযোগিতা হয় । কত বিভিন্ন প্রকারের যে ফুল হয় তার ঠিক নেই, কোনটা গোল একেবারে বলের মত, কোনট পদ্মের মত, কোনটা আনারসের মত, কোনট সাপের ফণার মত , তাদের রঙেরই বা কি বাহার—সাদ, গোলাপী,