পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী , Goo ও পরোক্ষ প্রভাবেও আমাদের কৰ্ম্মশক্তির কম অপচয় ঘটে না । সব সময়েই আমাদের অনেক লোক কোন-না-কোন অমুখে ভুগিয়া থাকেন বলিয়া এবং রোগে অকৰ্ম্মণ্য লোকের সংখ্যা অত্যধিক বলিয়া, জনসংখ্যার অনুপাতে অস্তান্ত দেশ অপেক্ষ এদেশে কৰ্ম্মক্ষম লোকের সংখ্যা অনেক কম। অগ্রবর্তী দেশগুলির গড় আয়ুষ্কাল আমাদের দেশের দুই হইতে আড়াই গুণ। আমাদের দেশে গড় আয়ু কম ; তাহার অর্থ এই যে, দীর্ঘায়ু লোকের সংখ্যা অত্যস্ত কম, পূৰ্ণবয়স্কদের সংখ্যাও কম এবং অল্পবয়স্কদের মধ্যে মুতুংখ্যা এত অধিক যে, গড় হিসাবে দীর্ঘায়ু ও মধ্যায়ুদের গড় আয়ুর পরিমাণ কমিয়া গিয়া এত নিম্নে পৌছিয়াচ্ছে । তুলনায় অনেক অধিক সংখ্যক লোক পূর্ণ বয়স প্রাপ্ত হইবার পূৰ্ব্বেষ্ট মাপ যান বলিয়া, এদেশে অপ্রাপ্তবয়স্কদের আকুপাতিক সংখ্যা অত্যস্ত বেশী । এষ্ট অপ্রাপ্তবয়স্কদের একটা বড় অংশ ( যাঙ্গর অকালে মার! ধান ) জনসংখ্যার অঙ্ক বৃদ্ধি করিলেও, শক্তি বুদ্ধি করে না, বরং এক হিসাবে শক্তি হ্রাস করে । যাহার কৰ্ম্মক্ষম হইবার পূৰ্ব্বেষ্ট মারা ধান, তাহাদের কম্মের দ্বার। দেশ কিছুমাত্র লাভবf. হয় ন! ; অথচ, তাহাদের লালনপালন করিবার জুলু ষে শক্তি বায়িত হয় তাহ সহজে অন্যত্র প্রযুক্ত হইতে পারিত। এই অপব্যয়ের মধ্যে আমাদের অনেকখানি কৰ্ম্মশক্তি অকেজে হইয়া আবদ্ধ হইয়া আছে । যাহারা বৃদ্ধ বা পূর্ণ বয়স পর্য্যস্ত বঁচিয়া থাকেন অনুপাতে তাহাদের সংখ্যা কম হওয়ায় তাহাদের প্রতিপাল্যের সংখ্যা SNడి 38 অত্যন্ত বেশ থাকে এবং ইহাদিগকে খাওয়াইবার পরাইবার হস্থ রাখিবার ও যোগ্য করিয়া তুলিবার জন্ত তাহাদের এতটা শক্তি ব্যয় করিতে হয় যাহাতে শক্তি, উদ্যম, অধ্যবসায় ও দায়িত্ব সাপেক্ষ কোন কাজ করিবার মত ক্ষমতা র্তাহীদের আর অবশিষ্ট থাকে না । নারীরা আমাদের জনসংখ্যার অর্থাংশ। অবরোধের মধ্যে থাকায় তাহাদের শক্তি ত অব্যবহৃত থাকিয়াই যাইতেছে । তাহারা পূর্ণ সুযোগ পাইলেও, যে-সকল কারণে পুরুষদের কৰ্ম্মশক্তি অপেক্ষাকৃত কম, সে-সকল কারণ তাহাদের পক্ষে ও সমভাবে বর্তমান থাকিত । অধিকন্তু, বাল্য-মাতৃত্ব, নানা সামাজিক কুপ্ৰথা, স্বাস্কোর উপর অবরোধের ফল প্রভৃষ্টির জন্য পুরুষদের অপেক্ষ র্তাহাদের অবস্থা আরও শোচনীয় এবং পুরুষদের অপেক্ষ অন্যান্য দেশের তুলনায় তাহাদের কৰ্ম্মশক্তি আরও কম । শিখ, মারাঠা প্রভৃতি যে-সকল বলিষ্ঠ জাতির পুরুষের শারীরিক শক্তিতে অন্যান্য দেশের পুরুষদের সমান, তাহাদের ৪ নারীদের স্বাস্থ্য আশঙ্কুরূপ মঙ্গে বলিদু বিদেশীদের চোথে ঠেকিয়াছে । কাজেই, আমাদের জনসংখ্যাকে আমাদের কৰ্ম্মশক্তির অামাদের আমরা যথ পরিমাপ বলিয়। ধর। বাসু - । বিপুল সংখ্যার কথা সগৌরবে উল্লেখ করিয়া থাকি, তখন মনে আমাদের বিপুল কৰ্ম্মশক্রির কথাই জাগিয়া থাকে। কিন্তু, প্রকৃতপক্ষে হয়ত আমাদের কৰ্ম্মশক্তি একটি ছোট দেশের সমান হষ্টবে মাত্ৰ । আলোকের পুত্র শ্ৰীহেমলতা দেবী খ্রিষ্টলে রাজা রামমোহনের সমাধিদর্শনে চক্ষু মোর করিলে দর্শন ! কন্তু কি ইহার লাগি দেখিলে স্বপন ? ভেবেছি কত না কথা দূরাস্তরে থাকি, লোকাস্তর হ’তে তাই আনিলে কি ডাকি, ষেথা তব অঙ্গরেণু স্বরভি বিলায়ে মাটি সাথে মাটি হয়ে রয়েছে মিলায়ে ; নিবিড় পরশে যার ধগু হ'ল প্রাণ, পিতৃগুক, বংশগুরু, হে গুরুপ্রধান । নিৰ্ব্বাক সমাধিতল-বিস্মৃত বেদন, পরশিতে চায় সেই অপূৰ্ব্ব চেতনা, মানব-ঐক্যের রূপ উঠি যাহে ভাসি তমসরি পারে আনে আলোকের রাশি । বিবেক-বিধৌত চিত্তে সত্য-সমন্বয় আলোকের বরপুত্র দৃষ্টি জ্যোতিৰ্ম্ময়। विडेल ● ቈ. ©ቁ