পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রেণখণ নিষিদ্ধ দেশে সওয়া বৎসর @b〜。 করিয়াছিলেন। বিশেষতঃ তিনি আমাকে পর্সি-লাওনের সদ্য-ছাপা নেপাল’ গ্রন্থের দুই থও ধার দিয়া ঋণী করিয়াছিলেন। উক্ত প্রামাণ্য পুস্তকে আমি বন্ধ জ্ঞাতব্য বিষয় জানিয়া উপকৃত হুই । মহাসমরের পূৰ্ব্বে তিব্বতীয়েরা যখন চীনাদিগকে বিতাড়িত করে তখন সে-দেশে ইংরেজের প্রভাব পুর্ণমাত্রায় বৰ্ত্তমান। তাহারও কিছু দিন পূৰ্ব্বে দলাই লামা লাস৷ ছাড়িয়া ভারতে আশ্রয় লক্টতে বাধ্য হইয়াছিলেন এবং সেসময় ইংরেজ-সরকার তাহাকে অনেক সাহায্য করেন । এই সকল ব্যাপারের জন্তু দলাই লামা বিশেষ কুতজ্ঞ থাকায় ১৯২৪ সাল পর্য্যস্ত ইংরেজ এ-দেশে অতি প্রভাবশালী ছিলেন। চীনাগণ বিতাড়িত হইলেওঁ ভোটবাসিগণ জানিত ধে চীনারা যখন নিজের দেশের ব্যাপার হইতে মুক্ত হইয়া এদিকে নজর দিতে পরিবে তথন তাহাজের গতি রোধ করা দুঃসাধ্য হইবে । সেই দিনের প্রতীক্ষায় মাঝে পুলিস ৪ ফৌজ শক্তিশালী করিবার এক চেষ্ট হয়। পুলিসের ব্যবস্থা করিতে সর্দার-বাহাদুর লে-দন-লা দার্জিলিং হইতে এখানে প্রেরিত হইয়াছিলেন । চীন আম্বান (রাজপ্রতিনিধি) যে য়া-মী প্রাসাদে ছিলেন তথায় তাহার বাসস্থান নির্দিষ্ট হয়। পূৰ্ব্বে এদেশে পুলিসের কোন ব্যবস্থা ছিল না, সর্দারবাহাদুরকে উদ্বী অর্থাৎ ইয়ুনিফৰ্ম্ম হইতে আরম্ভ করিয়া সকল জিনিষের গোড়াপত্তন করিতে হয়। যাহা হউক, পুলিসের ব্যবস্থা করিতে এতটা ঝঞ্চাট পোহাইতে হয় নাই, বিপদ হইল সেনাদলসংগঠনে । তিব্বত বিরাট দেশ, কাশ্মীর হইতে চীন, এবং বৰ্ম্ম হইতে রুষ ও চীন-তুৰ্কীস্থান পৰ্য্যন্ত ইহার সীমা বিস্তৃত, এ-হেন এলাকার রক্ষার জন্ত কমপক্ষে ত্রিশ-চল্লিশ হাজার সৈন্ত আবশুক। প্রাচীন প্রথা ছিল যুদ্ধের সময় জায়গীরদারদিগের সিপাহীদলগুলির একত্র সমাবেশ করা, কিন্তু আধুনিক প্রথা শিক্ষিত চীনসৈন্তের সম্মুখে সেরূপ পাড়াগেয়ে স্কৃতের সমষ্টি কয় মুহূৰ্ত্ত দাড়াইতে পারে ? কিন্তু সেনাদলকে স্বশিক্ষিত ও সংগঠিত করিতে যে-অর্থবলের প্রয়োজন তাঁহাই বা আসে কোথা হইতে । সমস্ত দেশের জায়গা-জমী ছোটবড় জমীদারীতে বিভক্ত, অধিকাংশ বড় জায়গীর মঠগুলির অধিকারে । মঠ হইতে টাকা চাওয়ায় তাহারা জানাইলেন যে ধৰ্ম্মকৰ্ম্ম, পূজাপর্কের খরচই তাহারা ফুলাইতে পারেন না, টাকা দিবেন কিরূপে । এই উত্তর অগ্রাহ করিয়া ভোটসরকার চাপ দেওয়ায় মঠের অধিকারিগণ থে{জ লষ্টয়া বুঝিলেন এ-কার্ধ্য ইংরেজ-রাজদূতের প্রেরণায় হইতেছে । বলা বাহুল্য, ইংরেজ-প্রীতির স্রোত তৎক্ষণাৎ বিপরীতমুখী হইল, সব চালর্স বেল এক বৎসর লাসায় থাকিয়া বিফল হইয়া ফিরিলেন। এদিকে টাকার জন্ত জোর তাগিদের ফলে ভোট-সরকার ও টশী লামার মধ্যে মনাস্তর হওয়ায়, টশ লামা ( পন-ছেন-রিস্পোছে ) দেশ ছাড়িয়া চীনদেশে আশ্রয় লইতে বাধ্য হইলেন, আজিও তিনি প্রবাসে আছেন। ব্রিটিশ-সরকার ভোট-ফৌজের জন্ত মহাযুদ্ধে পরিত্যক্ত কয়েক সহস্র পুরনো রাইফেল সরবরাহ করিয়াছিলেন, এখনও তাহার সম্পূর্ণ দাম পাইয়াছেন কি না সন্দেহ । সর্দার-বাহাদুর পুলিসগঠনে এত দিন কোন বাধা পান নাই, এখন এই বিপরীত হাওয়ার ঝাপট তাহাকেও ব্যস্ত করিল । পুলিসদল স্থসজ্জিত করিবার জন্তু তিনি তাহাদের লম্ব টিকি কাটাইয়াfছলেন। ভোটদেশে লামাগণ মূওতকেশ, অন্ত সকলেই মধ্যযুগের ইউরোপীয় বা উনবিংশ শতাব্দীর চীনাদের মত বেণী ধারণ করে, স্বতরাং এক অজ্ঞাত কবি গান বাধিলেন “লেম্বন লাম। ম-রে-পুলিঙ্ক ডাব৷ ম-রে—ম্ন-মী গোস্ব ম-রে—ট-শর *" ইত্যাদি, অর্থাৎ 'লে-দন লামা নহেন, পুলিসের ভিক্ষু নহে, যু-মী প্রাসাদ মঠও নহে, তবে চুল কাটান কি কারণে ? এই রূপে র্তাহার বিরুদ্ধে অভিযান-গীতের স্বরে দেশ ছাইয় গেল । ভোটদেশে খবরের কাগজের বদলে এইরূপ গানের পালায় সরেস খবর সারা দেশে ছড়াইয়া পড়ে। লাসার শে-গঙ নামে এক স্বপ্রতিষ্ঠিত ও ধনী বংশ আছে। তাহার বর্তমান কর্তা লাসায় সরকারী 'দে-পোন’ অর্থাৎ জেনারেল ছিল। ঘরে সুন্দরী স্ত্রী ও সস্তানাদি থাকা সত্ত্বেও শে-গঙ অঞ্চতে আসক্ত হয়। তাহার স্ত্রী বিষম ক্রুদ্ধ হইয়া সমাজে ও আদালতে টানাটানি করিয়া শে-গঙকে সৰ্ব্বস্বাস্ত করে। পূৰ্ব্বেকার রাজসিক ঠাট ছাড়িয়া লাসার এক কোণে একটি ছোট বাড়ীতে সেই স্ত্রীলোকটিকে লইয়া শো-গঙ fদন কাটাইতে থাকে। এই সময় কোন গুপ্ত কবি সমস্ত