পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(Նog প্রৰণসী ১৩৪৪ আরও দু-এক রকম সাহিত্যিক নিষেধ সরকারী সাহিত্যিক নিষেধ আরও কয়েক রকমের आँप्छ । धृष्टास्त्र ।ि রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি আমরা ছাপিয়াছিলাম । তাহা বহি হইয়া প্রকাশিত হইয়া বিদ্যমান আছে । তাহার উপর যে কোন হস্তক্ষেপ হয় নাই, তাহা ঠিকই হইয়াছে। কিন্তু যাই বহিখানির একটি অধ্যায়ের ইংরেজী অতুবাদ মডার্ণ রিভিয়ুতে বাহির হইল, অমনি গবন্মেণ্ট বলিলেন, আর উহার অনুবাদ ছাপিতে পারিবে না । কিন্তু এখন ত আমেরিকায় উহার সমগ্র অনুবাদ শিকাগোর যুনিটি কাগজে বাহির হইয়া গিয়াছে, অতুবাদক বসন্তকুমার রায় উহ পুস্তকাকারেও বাহির করিবেন এবং তাহা ইংলণ্ডেও যাইবে । তাহাতে ভারত বা বাংলা গবন্মেটি বাধা দিতে পাfরবেন ? স্বপ্রসিদ্ধ ইংরেজী সাহিত্যিক জর্জ খানার্ড শ-এর সোণ্ডালিজম সম্বন্ধে একটি স্বপরিচিত বহি আছে। তাহার গতিবিধি সৰ্ব্বত্র অবারিত—এমন কি ভারতবর্ষেও । কিন্তু ঘাই বিজয়লাল চট্টোপাধ্যায় “সাম্যবাদের গোড়ার কথা” নাম দিয়া ঐ বহির মৰ্ম্মাতুবাদ বাহির করিলেন, অমনি তাহ বাজেয়াপ্ত হইল। অতএব, কোন কোন বাংলা বহির ইংরেজী করা নিষিদ্ধ, আবার কোন কোন ইংরেজী বহির বাংলা করা নিষিদ্ধ। আর একটা নিষেধের কথা বলিয়া ফর্দ শেষ করি। রবীন্দ্রনাথ আছেন—আরও অন্ততঃ বিশ পচিশ বৎসর ইংলোকে থাকিয়া জগদ্বাসীকে নূতন জিনিষ দিতে থাকুন— এবং তাহার গ্রন্থাবলীও আছে । তিনি ধৰ্ম্ম, সমাজনীতি, শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, সাহিত্য, ললিতকলা ইত্যাদি কোন ক্ষেত্রেই গতানুগতিকের সমর্থন করেন নাই, গোলে হরিবোল দেন নাই, তথাস্তু বলেন নাই ; বিরুদ্ধবাদ বিদ্রোহিত অনেক করিয়াছেন। তাহা হইতে পাঠকেরা ভবিষ্যতে অনির্দিষ্ট দীর্ঘকাল তাহার ভাবের ভাবুক হইবে, অনুপ্রাণিত হইবে—কেহ বাধা দিতে পারিবে না । কিন্তু যাই পূৰ্ব্বোক্ত বিজয় চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের বিরুদ্ধবাদিতার ব্যাখ্যা করিয়া একখানি বহি ছাপাইলেন, আমনি তাহা “নিষিদ্ধ" হইয়া গেল । এখন বাঙালীরাই মন্ত্রী। প্রাদেশিক আত্মকর্তৃত্ব যদি বাস্তবিক হয়, তাহা হইলে এথম অন্ততঃ বাংলা বহি সম্বন্ধে স্ববিবেচনা হওয়া উচিত, অস্ততঃ এ রকম বাংলা বহি "নিষিদ্ধ” থাকা ব{ হওয়া উচিত নয়, যাহার লিখিত বিষয়ের সত্যতা রবীন্দ্রনাথ স্বতঃপ্রবৃত্ত হইয়া জানাইয়াছেন। দৌলতপুর কৃষি-প্রতিষ্ঠান খুলনা জেলার দৌলতপুর হিন্দু য়াকাডেমী স্ববিদিত শিক্ষাপ্রতিষ্ঠান। দৌলতপুরে আধুনিক বিজ্ঞানসম্মত প্রণালীতে কৃষি ও কৃষির সহিত সম্পর্কযুক্ত নানা ব্যবসায় শিখাইবার নিমিত্ত একটি প্রতিষ্ঠান খোলা হইয়াছে। যাহারা আই-এসসি পরীক্ষার রসায়নী বিদ্য, গণিত, পদার্থবিদ্য ও উদ্ভিদ-বিদ্যার শিক্ষণীয় বিষয় শিথিয়াছেন, র্তাহারা ভৰ্ত্তি হইতে পারিবেন। এ বৎসর ২১শে জুলাই পৰ্য্যস্ত ভৰ্ত্তি হইবার দরখাস্ত লওয়া হইবে এবং ২রা আগষ্ট fista «fái wiww zêzz | Principal, Daulatpur Agricultural Institute, Daulatpur, iš ঠিকানায় দরখাস্ত করিতে হইবে । মাসিক বেতন ৪ টাকা, ভৰ্ত্তি ফী ৪ টাকা, পাচক ও ভূত্যের বেতন ২২, আহার্ধ্যের বন্দোবস্ত ছাত্রের নিজে করিবেন। ছাত্রনিবাসে থাকিতে হইবে, তাহার কোন ভাড়া লাগিবে না। শিক্ষিত যুবকদের কৃষির দিকে খুব ঝোক হওয়া আবখক । “ফিরে চল মাটর টানে।” যে লোকসমষ্টি মাটীর সঙ্গে সম্পর্ক রাখে না, দুবলতা তাহার উপযুক্ত শাস্তি। কৃষি-প্রতিষ্ঠানে র্যাহারা শিক্ষা পাইবেন, তাহারা মজুর নিযুক্ত করিয়া লাভ করিবেন ও সেই লাভের টাকায় কলিকাতায় বাবু সাজিয়া থাকিবেন, প্রতিষ্ঠানটির উদ্দেশু। এরূপ নয়। র্যাহারা নিজে থাটিবেন অপরকেও খাটাইবেন, এইরূপ লোক চাই । রাচির বালিকা শিক্ষাভবন গত বৎসর রাচিতে প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের অধিবেশন উপলক্ষ্যে তথাকার বালিক-শিক্ষাভবন দেখিয়া সন্তুষ্ট হইয়াছিলাম। এখানে বাঙালী বালিকার শিক্ষা পাইয়া কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত হন। এ বৎসর ১৭টি বালিকা পরীক্ষা দিয়াছিলেন । তাহার মধ্যে ৪ জন প্রথম বিভাগে, ৪ জন দ্বিতীয় বিভাগে ও ৩ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হুইয়াছেন। আগে রাচি বাংলা প্রদেশের অস্তগত ছিল । আরও অনেক স্বাস্থ্যকর স্থান বাংলা প্রদেশের মধ্যে ছিল । এখন সেগুলি অন্য প্রদেশে গিয়াছে। এথম বাঙালীরা কন্যাদিগকে কোন স্বাস্থ্যকর স্থানে রাখিয়া শিক্ষা দিতে চাহিঙ্গে সঙ্কজে তাহার সুবিধা পান না । রণটি স্বাস্থ্যকর স্থান, এবং এখানকার বালিক-শিক্ষাভবনে বাংলা ভাষা ব্যবহৃত হয়। ইহার সঙ্গে একটি ছাত্রীনিবাস থাকিলে অস্ত জায়গা হইতে কস্তারা আসিয়া স্বাস্থ্যের সহিত শিক্ষাও লাভ করিতে পারেন। ছাত্রীনিবাস স্থাপন করিবার ইহার কর্তৃপক্ষের সঙ্কল্প আছে ও তাহার চেষ্টাও হইতেছে । সঙ্কল্প অনুসারে কাজ হইলে ইহা আশ্রম-বিদ্যালয়ে পরিণত হইবে । ইহার জন্ত রাচির বাহিরের বাঙালীদের সাহায্য আবশুক । সম্পাদক যুক্ত লালমোহন ধর চৌধুরীকে চিঠি লিখিলে তিনি সমুদয় বৃত্তাস্ত জানাইবেন । .--അ