পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నెల్స డా যোগীন্দ্রনাথ আমাদের ছাত্র ছিলেন। পরে তিনি সিটিস্কুলে শিক্ষকতা করিয়াছিলেন । তিনি হাস্তকৌতুকপ্রিয়, নির্বিবাদ, ঈর্ষাদ্বেষশূন্য মানুষ ছিলেন । তাহার স্বভাব বালকের মত ছিল বলিয়াই তাহীদের মনোরঞ্জনে তিনি এরূপ সাফল্য লাভ করিতে সমর্থ হইয়াছিলেন। শিশু-সাহিত্যে র্তাহার বহিগুলি এখনও একটি বিশিষ্ট স্থান অধিকার করিয়া আছে । বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময় তিনি “বন্দেমাতরম্” নাম দিয়া “স্বদেশী” ও “জাতীয়” সংগীতের একটি সংগ্ৰহপুস্তক প্রকাশ করেন । তাহ খুব সমাদৃত হইয়াছিল । মূল্য খুব কম রাখায় উঠার বিক্ৰী বেশ হইত। কিন্তু পুলিসের নজর উহার উপর পড়ায় যোগীন্দ্র বাবু স্বতঃপ্রবৃত্ত হইয়া উত্ণর বিক্ৰী বন্ধ করিয়া দেন । কলিকাত তাতার ভাল লাগিত ন! । বাড়ীঘর, বাগান, পুকুর করিয়াছিলেন । তিনি প্রায় ১৪ বৎসর পক্ষাঘাতে ভুগিয়াছেন। তাহার মধ্যেও তাহার প্রিয় কাজ করিতেন । অন্য নানা ব্যাধিও তাহাকে আক্রমণ করিয়াছিল। কিন্তু তাহার ধৈর্য্য ও মানসিক বল অপরাজিভ ছিল । ৭০ বৎসর বয়সে র্তাহার গিরিডিতে তিনি মৃত্যু হইয়াছে । প্যালেস্টাইন ত্রিখণ্ডিত করিবার প্রস্তাব প্যালেষ্টাইনে আরবদের বাস, ইeল্পীদেরও উহ! প্রাচীন পিতৃমাতৃভূমি। আরবর প্রধানতঃ মুসলমান, খ্ৰীষ্টিয়ান । ইহুদীর বহু শতাব্দী পূর্বে পৃথিবীর নানা দেশে ছড়াইয় পড়ে এবং প্রায় সৰ্ব্বত্র নির্যাতিত হয় । তাহারা বহু বংসর হইতে একটি স্বল্পগতীয় বাসভূমি পাইবার চেষ্টা করিতেছে। ব্রিটিশ জাতির সাহায্যে তাতারা তাঙ্গদের পূৰ্ব্ব পিতৃমাতৃভূমি প্যালেষ্টাইনকেষ্ট জাতীয় বাসভূমি করিবার স্বযোগ পায়, এবং দলে দলে সেখানে আসিয়া ঘরবাড়ী করিতেছে ও চাষবাস বাণিজ্য কারখানা-পরিচালন করিতেছে । তাঁহাদের সংখ্যা ক্রমশঃ বুদ্ধি পাওয়ায় ও তাতাদের শ্ৰীবুদ্ধি হওয়ায় আরবদের আশঙ্ক ৪ ঈর্ষ্য বাড়িয়া চলিতে থাকে। ক্রমে তাহ। হাঙ্গাম! রক্তপাতে পরিণত হয় । ব্রিটেন লীগ অব নেশুন্সের নিকট হইতে কক্ত ক দাঙ্গ ! ৰত্ৰবাসা ఎు `జ7లా 5 প্যালেষ্টাইনের অভিভাবকত্ব পাইয়াছেন। আরব-ইচ্ছদ দাঙ্গ| হাঙ্গামা দমন ও বিরোধ ভঞ্জন তাহাকেঃ করিতে হইতেছে । ব্রিটেন একটি রয়্যাল কমিশন বসান । সেই কমিশন তাহার রিপোটে প্রস্তাব করিয়াছেন, যে, প্যালেষ্টাইনকে তিন ভাগে বিভক করা হইবে । এক ভাগ আরবদিগকে ও এক ভাগ ইহুদীদিগকে দেওয়া হইবে, এবং বাকী এক ভাগ ইংরেজদের হাতে থাকিবে । ইহাতে আরব ইহুদী কেহই সস্তুষ্ট নয় । আরবের বলে, তাহাদিগকে উর্বর ভূমি ও সমুদ্রতটস্থ বন্দরগুলি হইতে বঞ্চিত করা হইয়াড়ে, ইহুদীরা বলে তাহাদিগকে আরবদের চেয়ে ছোট ভূখণ্ড দেওয়া হইয়াছে এবং এরূপ সব জায়গা হইতে বঞ্চিত করা হইয়াছে যাকাতে এখন চাষ হয় না কিন্তু যাহাতে সেচের বন্দোবস্ত করিলে প্ৰভৃত শস্য হইতে পারে । উভয় পক্ষেরই ততা ও একটি অভিযোগ যে ব্রিটেন সব বন্দর এবং অন্য খাটি নিজের হাতে র:থিয়াছে । কিন্তু ত বঠিলে কি হয় ? আরব ও ইহুদা যদি ঝগড়া করে, তাত ইষ্টলে সাম্রাজ্যবাদী ব্রিটে. নিজের সুবিধ কেন দেখিবে না, এবং নিজের সাম্রাজ্য নিরাপদ কবিবার চেষ্টা কেন করিবে না ? গৃহবিবাদের ফল এইরূপই হয় । প্রাপ্তবয়স্বদিগের শিক্ষা বাংল-গবম্মেন্ট নিরক্ষর ও অজ্ঞ প্রাপ্তবয়স্ক লোকদিগের শিক্ষার যে ব্যবস্থা রেজিষ্ট্রেশন-বিভাগের ইন্সপেক্টারজেনার্যালের প্রস্তাব অতুসারে মঞ্জুর করিয়াছেন, নিরক্ষর প্রাপ্তবয়স্ক লোকদিগকে লিথণপঠনক্ষম কর। তাহার একটি বিশিষ্ট অঙ্গ, এই কথাটির স্পষ্ট উল্লেখ আমরা তাঙ্গতে যুক্ত দেখিতে চাই । নিরক্ষর ব্যক্তিব লিখনপঠনক্ষম হইলে জ্ঞানলাভের জন্য সম্পূর্ণরূপে অন্যের মুখাপেক্ষী না থাকিয় নিজেও পড়িয়া কিছু শিখিতে পরিবে । এই জন্য তাহাদিগকে লিখনপঠনক্ষম দেখিতে চাই । মোহমেডান স্পোর্টিং ক্লাবের জয় মোহমেডাম স্পোর্টিং ক্লাব কলিকাতায় ফুটবল লীগ খেলায় এবাবেও বিজয়ী হইয়াছেন । ইহার পূর্বের তিন বৎসর ৪ তাহার লীগ খেলায় জয়লাভ করিয়াছিলেন । অন্য কোন ক্লাব এ-পর্য্যস্ত এরূপ রুক্তিত্ব অর্জন করিতে পারেম নাই । তাহাদের এই রুভিত্বে ক্রীড়ার ক্ষেত্রে দেশ গৌরবান্বিত হইয়াছে ।