পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆసిరి প্রবাসী 为\●88 আবেদনের পত্র একটি লিখে পাঠিয়েছিল বুড়ো তাদের কতাবাবুটকে। বাবু বললে, হয় কখনো তা কি ? মাসকাবারের ঝুড়ি ঝুড়ি হিসাব লেখা বাকি । সাহেব শুনলে জমাগুন হবে চ’টে, ছুটি নেবার সময় এ নয় মোটে। মেয়ের দুঃখ ভেবে বুড়ো বারেক ভেবেছিল কাজে জবাব দেবে। সুবুদ্ধি তার কইল কানে, রাগ গেল যেই থামি আসন্ন পেনসনের আশা ছাড়াটা পাগলামি । নিজেকে সে বললে, ওরে, এবার না হয় কিনিস্ ছোট ছেলের মনের মতে একটা কোনো জিনিস । যেটার কথাই ভেবে দেখে, দামের কথায় শেষে বাধায় ঠেকে এসে । শেষকালে ওর পড়ল মনে জাপানি ঝুমঝুমি, দেখলে খুসি হয়তো হবে উমি । কেইবা জানবে দামটা যে তার কত, বাইরে থেকে ঠিক দেখাবে খাটি রূপোর মতো । এমনি করে সংশয়ে ওর কেবলি মন ঠেলে, হা-না নিয়ে ভাবনাম্রোতে জোয়ার ভাটা খেলে । রোজ সে দেখে টাইম-টেবিলখানা, ক'দিন থেকে ইষ্টিশনে প্রত্যহ দেয় হানা। সামনে দিয়ে যায় আসে রোজ মেল, গাড়িখানা প্রত্যহ হয় ফেল । দ্বিধায় দোলা বিমর্ষ ওর মুখের ভাবটা দেখে এমনিতরো ছবি মনে নিয়েছিলেম এ কে ।