পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুমি মৃত্যুর শাশ্বত মহাদান শ্ৰীঅশোক চৌধুরী ওগো সাড়া দাও, বারেক দাড়াও আসি আমাদের মাঝে এই ধরণীর বুকে ; এস, ফিরে এস, এ মহাতিমিররাশি অপসারি এস, হাসিয়া সকৌতুকে । চেয়ে দেখ সবে ধূলায় পড়িয়া হাস্থ, আৰ্ত্তকণ্ঠে তোমারে ফিরায়ে চায় ; এস এস ফিরে মহাতমিশ্ৰ নাশি । কাল ছিলে তুমি সকল ভুবন জুড়ে ঐ ছোট ঘরে বিশ্ব ষে ছিল লীন ; আজ কোথা তুমি, বল—কত কত দূরে ? নিখিল ভুবন আজি যে সংজ্ঞাহীন। সবাকার প্রেম সবার কামনা দিয়ে বঁাধিতে নারিতু ; অবোধ বাসনা নিয়ে শুধু কাদি মোরা অসঙ্গয় নিশিদিন। স্নেহে করুণায় চিরদিন সব লাগি কণ কণ ক’রে নিজেরে করেছ দান ; তোমার সেবায়ু নিয়ত রহিত জাগি বেদনায় ভর! আপনারে ভোল প্রাণ । অঞ্জিকে কেমনে পাশরিয়া প্রিয়ঞ্জলে রয়েছ আড়ালে একাকী অন্তমনে ? শুনিতে কি পাও ? কে দিবে গে সন্ধান ? এত আকুলতা এত ভালবাসা তব, সে কি শুধু ছিল দু-দিনের খেলাঘরে ? খেলার পুতুল ত্যজিয়া কি অভিনব নবীন ভূবনে গেলে চলি হেলাভরে ? তুহিন-মৃত্যু নিষ্ঠুর কঠিন বলে, ছিন্ন করিয়া জীবনপদ্মদলে, চিহ্ন কি তার মুছি দিল অস্তরে ? না না মিথ্য। এ। সবার চিত্তমাঝে আজি যে তোমার প্রকাশ নিরস্তর ; এক মুহূৰ্ত্ত পাশরিতে পারে না যে তব প্রেমরূপ—জীবনের নির্ভর । আজি হেরি তাই সকল ভুবন ছাপি তোমারি পরশ প্রাণে উঠিতেছে কাপি, বেদনাবিধুর সকরুণ মনোহর । বল একবার “এই ত রয়েছি জামি ।” তব স্নেহমাখা কণ্ঠ শুনাও সবে ; নিবিড় স্বধায় ভরি দাও দিনযামী, অলথ প্রেমের নিত্য মহোৎসবে । রূপ-অরূপের জ্বস্ব দুনিবার, জীবন-মরণ মিশে হোক একাকার, অশ্রত তব বাণীর বঁাশরী-রবে । জীবনে যখন ছিলে আমাদের মাঝে, পাওয়ার মাঝারে না-পাওয়ার ব্যবধান ছিল ক্ষণে ক্ষণে ; তোমার সকল কাজে তোমার প্রেমের পাই নি ত সন্ধান । দেশের কালের ছিল সহস্র বাধ, পেয়েছি কখনো, কন্তু বা লেগেছে ধাধ' ; শাশ্বত আজ তুমি মৃত্যুর দান । তোমার সেবার মোহন আস্তরালে, রেখেছিলে সবে নিত্য বিরহী ক'বে ; সোহাগে অাদরে লোভন স্বপনজালে, অন্ধে ভুলায়ে রেগেছ মোহের ঘোরে । আজিকে ঠেলিয়া রাথিবে কেমনে, হায়, স্নেহ-লোভাতুর ভিক্ষুরে ছলনায় ? রাধা যে পড়েছু অমোঘ মরণ-ডোরে । নয়নের বাধা বচনের ধাধা দিয়ে গড়েছি তোমারে মাটির প্রতিমা করি ; আত্মবিলাস বাসন-কলুষ নিয়ে অাপন-পূজায় আছিন্ত জীবন ভfর । আজি ঘুচিয়াছে মিথ্যা পূজার ভাল ; দেবতার তবু মিলিল কি সন্ধান— মহামৃত্যুর অকূল সিন্ধু তরি ? তিমির-দুয়ার খুলে গেছে আজ মনে, মরণ আজিকে নিৰ্ম্মম নহে আর ; জীবনের বাধা ঘুচে গেল কোন খনে জীবনে-মরণে হ'ল আজ একাকার । তুমি যে রয়েছ নিখিল ভুবন ঘিরে আমার স্মরণ-বিশ্বরপের তীরে মহাজীবনের রচিয়াছ পারাবার।