পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

hQ & প্রবাসী > こ88 প্রসাধনে ভাইটামিন—এফ ! – ক্যালকেমিকোর – সা-পরিশোধিত যুগন্ধ মধুর ক্যাষ্ট্রর অয়েল يا " n، . ""لا أن يتم য়ুরোপের শ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের দীর্ঘ কাল গবেষণার ফলে অধুনা নিঃসন্দেহরূপে জানা গেছে যে চুল পাতলা হয়ে যাওয়া, চুলের গোড়া আলগা হওয়া, অকালে চুল পাকা ও টাক পড়ার একমাত্র কারণ কেশমুলে ও শরীরে ভাইটামিন এফ, এর অভাব ! ক্যালকেমিকে তাই এদের সৰ্ব্বোৎকৃষ্ট ক্যাষ্টর-অয়েল এখন থেকে অন্যান্ত কেশকল্যাণকর উপাদান ঠিক রেখে এবং তৎসহ ভাইটামিন-এফ সংযোগ ক’রে প্রস্তুত করছেন । ‘ক্যাষ্টরল ব্যবহারে টাকপড়া বন্ধ হয়। চুল ঘন ও চিকণ হয়। 鹽難麗叢 কেমিক্যাল তা ෆ ෆ ෆ්‍ර ලා

  1. iІІІІІІІІІІІillНІІІНІнIIпНШІНШІ! কলিকাতা

விமைய_று মার্কনি ১৯ - ৫ সালে তিনি ইটালীর মন্ত্রণাসম্ভার সভ্য নিৰ্ব্বাচিত হন এবং ১৯৭৯ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপ্ত হন । ৯৩২ সালে তিনি ইটালীর জাতীয় গবেষণ! অর্থে বৈজ্ঞানিক ল প্তাহার মুহ্যতে পৃখিব তিলি কেলভিন পদক প্রাপ্ত হন সমিতির সভাপতি ছিলেন হইলেও উচ্চস্তরের উদ্ভাবন-কণ্ঠ ছিলেন । ক্ষতিগ্রস্ত হইল : এবং সাধারণ তা, কু, ব. বীরসিংহে বিদ্যাসাগর স্মৃতিবার্ষিকী গত ২৯শে জুলাই বৃহস্পতিবার বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে তাহার ৪ শ মৃত্যুবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হইয়াছে। মেদিনীপুর সাহিত্যপরিষদ ও জিলা ম্যাজিষ্ট্রেট যুক্ত বি. আর. সেনের উদ্যোগে স্থাপীয় ও নিকটবৰ্ত্ত গ্রামসমূহের প্রায় তিল হাজার লোক বিদ্যাসাগর মহাশয়ের প্রতি শ্রদ্ধ নিবেদন করিবার জন্ত সমবেত হইয়াছিল। এই উপলক্ষে প্রায় দেড় হাজার কাঙালীভোজন করান হয় । সভাপতি শ্ৰীযুক্ত সজনীকান্ত দাস একটি সুদীর্ঘ অভিভাষণে বিদ্যাসাগর-চরিত্রের ও বিদ্যাসাগরী ভাষার বিশেষত্ব সম্বন্ধে আলোচন করে । বীরসিংহে বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি চিরস্থায়ী করিবার জন্ম শ্ৰীযুক্ত বি. আর. সেনকে সভাপতি করিয়া একটি কমিটি গঠিত শ " ।