পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেলম ল্যাগেরলভ শ্ৰীলক্ষ্মীশ্বর সিংহ সুইডেন দেশটি সাহিত্যজগতে বহু খ্যাতনাম লেখকলেখিকার জন্মস্থান। তাহাদের মধ্যে শ্রযুক্ত সেল্মা ল্যাগেরলভ, একজন। সুইডেনের ভ্যামল্যাণ্ড প্রদেশের অন্তর্গত মোরবাঙ্কা নামক স্থানে ১৮৫৮ খ্ৰীষ্টাব্দের ২০শে নবেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি রুগ্ন। ছিলেন । দৈহিক অসুস্থতার জন্য তিনি সমবয়স্কদের সহিত বয়সোচিত খেলাধূলা হইতে বঞ্চিত থাকিতেন। ছোটবেলা হইতেই তিনি গল্প শুনিতে ভালবাসিতেন এবং বাড়ীতে অধিকাংশ সময়ই নানা গল্পের বই পড়িয়া আনন্দ পাইতেন । ভ্যামল্যাণ্ড প্রদেশের ফ্রকেন সারণ হ্রদ সৌন্দর্য্যের জন্য প্যাত। এই পাৰ্ব্বত্য হ্রদটি ৭৩ কিলোমিটার স্থান জুড়িয়া আছে। ইহার এক পাশে সেলমার পিতৃগৃহ মোরব্য রূ| অবস্থিত। বড়দের মুখে শোন, এই হ্রদের তীরবর্তী আপন প্রদেশের অধিবাসীদের প্রাচীন কীৰ্ত্তিকাহিনী তাহার কল্পনাপ্রবণ মনের উপর গভীর রেখাপাত করিত। অতি অল্প বয়সেই গল্প লেখার ইচ্ছ। তাহার মনে জাগিয়াছিল । তাহার জীবনের প্রথম ভাগ নিজের শারীরিক অসুস্থত ছাড়াও নানা পারিবারিক অবস্থবিপর্যায়ের মধ্যে কাটিয়াছিল। অদৃষ্ট তখন তাহার প্রতি প্রসন্ন ছিল না--তাহার প্রথম জীবনের বহু রচনা পত্রিকাকাৰ্য্যালয় হইতে অমনোনীত হইয়া ফিরিয়া আসিয়াছিল । উচ্চবিদ্যালয়ে পড়িবার সময় এক দিন শিক্ষয়িত্রী সেলমাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন যে সেলম ভাল মুইডিশ লিখিতে পারে না। অভিমানিনী সেলম তাহাতে অত্যন্ত মৰ্ম্মাহত হইয়াছিলেন । সেদিন যখন আবার ক্লাসের ঘণ্টা বাজিল, তখন দেখা গেল তিনি ক্লাসে অনুপস্থিত। সঙ্গিনীরা খোজ করিতে গিয়া দেখে যে ডুইং-ক্লমের এক কোণে সেল্মা চুপ করিয়া বসিয়া আছেন, তাহার চোখে অবিরল জলের ধারা বহিতেছে। সঙ্গিনীদিগকে দেখিয়াই বাষ্পগদগদকণ্ঠে সেলুম বলিয়া উঠিলেন— “শিক্ষয়িত্রীকে দেখাইব যে আমি সুইডিশ ভালই লিখিতে জানি, আমার অনেক গল্প লেখা আছে।” যে সেলম এক দিন ভাল হইডিশ ভাষা ন-লিখিতে পারার দরুন তিরস্কৃত হইয়াছিলেন, সেই সেলমাই পরে তাহার প্রথম বই “গোস্ত বেলিং সাগা” লিখিয়া বিশ্বের সাহিত্যআসরে প্রতিষ্ঠা লাভ করেন। সেলম ল্যাগেরলভ, যৌবনেই তিনি নিজের সাধনার পথ বাছিয়া লইয়াছিলেন । তবুও ১৮৯৫ খ্ৰীষ্টাব পৰ্য্যস্ত স্বইডেনের দক্ষিণ প্রদেশে ল্যাণ্ডস্ক্রোন নামক শহরে মেয়েদের উচ্চ-প্রাইমারী বিদ্যালয়ে তিনি শিক্ষয়িত্রীর কাজ করেন। ১৮৯১ খ্ৰীষ্টাব্দে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। তখনকার দিনে ষ্টকহলমের