পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৮২ প্রবাসী ১৩৪৪ আমার মুসলমান পাঠ ও দিকে তার নামের আগে ঐ বাবার করিতে এক চিঠিপত্রের শিরোদেশে ঐহকনাম লিখিতে দেখিয়াছি। শুনিয়াছি, পল্লীগ্রামের অনেক মূলমান এখনও তাহা করেন। মোহম্মদ ঘোরীর ভারতীয় মূদ্রাতে লক্ষ্মী দেবীর মূৰ্ত্তি আছে। র্তাহার মুদ্রার উন্ট পিঠে মূলধারী হনুমানের মূৰ্ব আছে। ইহা লইয়া প্রমথবাবু পরিহাস করিম বলেন, যে মোহম্মদ ঘোরী রসিক পুরুষ, মূলধারী হয়মানের মূৰ্ত্ত তিনি মুদ্রা ছাপি ইহা বুঝাইতে চাহিয়াছিলেন যে তিনি এমন একটা দেশ শাসন করিতে আসিয়ছেন যেখানে বান আছে—তিনি বানরদের উপরও রাজত্ব করিতে আসিয়াছেন। এই অর্থটা আমাদের ঠিক মনে হইতেছে না, কারণ মোহম্মদ ঘোরীর সময়ে ভারতবর্ষে বানরের চেয়ে গরু গাধা শিয়াল প্রভৃতিও বেশ ছিল এবং এখনও আছে। | বাংলা দেশে হনুমান নামটি, কি কারণে জানি না, ব্যঙ্গ বিদ্রুপ অবজ্ঞা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। কিন্তু বঙ্গের বাহিরে অনেক প্রদেশে হুমান দেবতা বলিয়া পূজিত श्न, পুনার মারুতি-মন্দিরের মত বহু মন্দির নানা স্থানে আছে, হ্যমাণগ্রসা, হনুমানসা, হনুমন্ত রাও অনেক সম্ৰান্ত ব্যক্তিরও নাম। মোহম্মদ ঘোরী ভারতবর্ষের যে অংশ জয় করিয়াছিলেন, সেখানে হিন্দুরা এখনও হনুমানকে ভক্ত বীর বলিয়া পক্ষা করেন। স্বতরাং মোহম্মদ ঘোরী fپه. ه . কোন মুসলমান বীরের মূৰ্ত্তিও মূদ্রিত করিতে পারিত্নেকারণ মূৰ্ত্তি বা প্রতীক মাত্রেরই তিনি বিরোধী ছিম, না। তবে যে তিনি পৌরাণিক এক হিন্ধু বীরেরই श्रृं মূদ্রিত করিয়াছিলেন, তাহাতে বুঝা যায়, যে, পৌরাণিক হিন্দু ধৰ্ম্মে যাহা কিছু আছে সমস্তই মুসলমান ধৰ্ম্মে বাধে ব: আঘাত করে তিনি এমন মনে করিয়া আঁতকাইয়ু উঠতেন | || আমরা প্রবাসীতে আগে লিখিয়াছি, অনেক মুসলমান মসজিদের গায়ে পদ্ম খোদিত আছে। প্রাচীন গৌড়ের যে-সব মসজিদ এখনও বিদ্যমান আছে, তাহার কোথাও কোথাও পদ্ম দৃষ্ট হয়। বাংলা সাহিত্যের কোথায় পৌত্তলিকতার গন্ধ আছে, সাম্প্রদায়িকতাগ্রস্ত মুসলমানের তাহ খুজিয়া বাহির করিতে ব্যস্ত। কিন্তু ইংরেজী সাহিত্যে তাহ থাকিলে (of afè £ofss: ‘Wotary of the Muses' বলিলে তাহারা তাহাতে পৌত্তলিকতার গন্ধ পান না, কিন্তু বাংলায় বাণীর একনিষ্ঠ সেবক শুনিলে তাহারা ভীতির ভান করেন। রাইটাস বিল্ডিংসের সম্মুখভাগে গ্রীক (प्रातरौद्र भूर्ख आरछ। उशंद्र खछ थे भूमनशानद्रा উক্ত সরকারী ইমারত বা উহার চাকরি বয়কট করেন নাই—কেননা, উহা ত হিন্দু নয়। ব্রিটিশ গবন্মেন্টের টাকায় ৪ ব্রিটিশ গবন্মেন্টের নূতন ডাকটিকিট পদ্মফুল আছে, কিন্তু তাহাও বয়কট করা চলে না। টাকা স্ব এবং তাছাড়া মূলের চেয়েও অব্যৰ্থ শক্তি