পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇaరి, ওপৰাসী SN938 না হইলেই ভাল। যথাসময়ে নিয়মিতরূপে কাগজ বাfহয় করিতে হইলে লেখা ও টাকা যত আবখক, মধ্যভারতের বাঙালীদের জাহ জোগাইতে পারা উচিত। উাহাধের সে সীমধ্য আছে । সৈনিক বিভাগের ব্যয় সৈনিক বিভাগের বায়ের আলোচনা আবার ভারতীয় ব্যবস্থাপক সভায় হুইখাছিল। ভারতীয় দেশভক্তের বলেন ব্যয় অনেক কমান যা, ব্রিটিশ রাজপুরুষেরা বলেন কমান যায় না। দুটা কথাই সভা ! যদি বর্তমানসংখ্যক গোর লৈঞ্চ পুৰিডে হয়, তাহা হইলে ব্যয় বিশেষ কমান যায় ল', আর যদি গোরা সৈন্য ও অফিসারদের বদলে দেশী সৈন্ত ও অফিসার রাখা যায়, তাহা হইলে সদস্যই মুনিকল্পে আট কোটি টাকা খরচ কমান যায়। কংগ্রেস স্বল্পাঞ্জ অর্জন করিয়া গোরাদিগকে তাহীদের দেশে পাঠাইখা দিতে পারিলে অগুতঃ আট কোটি টাকা বঁাচাইতে পারিবেন। ইংরেজী-বিরাগ এ পর্য্যন্ত কংগ্রেসের আগেকার আমলের ও বর্তমান আমলের এক জনও বড় কংগ্রেস-নেতাকে জানি না, র্যাহার নিজের রাজনৈতিক জাগরণের ও রাষ্ট্রণীfত-ক্ষেত্রে যাহার উচ্চ স্থান প্রাপ্তির অন্ততঃ গৌণ কারণ৪ ইংরেজীশিক্ষা নহে। অথচ কংগ্রেগী মহলে ইংরেজীর নিন্দ করা একটা রেওয়াজ হুইয়া দাড়াইয়াছে। ইহার স্বত্রপাত হয় যখন গান্ধীজী সরকারী ও সরকার-আচুমোদিত স্কুল কলেজ বর্জন করিতে ছাত্রছাত্রীদিগকে বলেন এবং বিস্তুর ছাত্রছাত্র “গোলামখান" ছাড়িয়া কোন স্থায়ী *আঞ্জামখানা"য় স্থান পায় নাই । ইংরেজী-বিরাগের জের এখনও চলিতেছে। অস্থায়ী ভাবে শিক্ষা-দপ্তরের ভারপ্রাপ্ত বোম্বাইয়ের এক কংগ্রেস মন্ত্রী বৰ্ত্তমান শিক্ষণপ্রণালীকে "পচা" ( *rotten" ) বলিয়াছেন, মাদ্রাঞ্জের কংগ্রেসী শিক্ষামন্ত্রীর মতে ছাত্রছাত্রীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্তরে উঠলে তাহাদের উপর ইংরেজীর যে প্রভাব পড়ে তাহ ধিযক্তি (rpoisonous" ) । বর্ধমান শিক্ষাপ্রণালীর দোষের সঙ্গে আমাদের ৪ কিঞ্চিৎ পরিচয় অাছে এবং দোযোদঘাটনও আমরা বহুবৎসর ধরিয়া করিয়া আসিতেছি । আমাদের ছেলেমেয়ের ইংরেজী পড়িয়া নকল ইংরেজ বা 'মানসিক fगfग्नत्र)' बनिग्रा याच्च, ट्रेट् थांभद्रांe sाझे न । fकरू ইংরেজীর উপর ঝাল ঝাড়িলে কি হইবে ? ভারতবর্ষের আধুনিক যে-কোন ভাষার সাহিত্যের চেয়ে ইংরেজী ফ্রেঞ্চ জামান প্রভৃতি সাহিত্য বড়, এবং ভারতবর্যের আধুনিক কোন ভাষার সাহিত্য অধ্যয়ন করিয়াই যথেষ্ট জ্ঞান অর্জন ও সংস্কৃতি লাভ করা যায় না। পাশ্চাত্য কোন একটা আধুনিক ভাযায় সাহিত্য আমাদিগকে নিজেদের মঙ্গলের জগুই পড়িতে হুইবে, এবং ইংরেজী পড়িবার হুবিধাই আমাদের বেশী । ইংরেজরা আমাদের অনভিপ্রেড রূপে আমাদের দেশ শাসন কয়ে বলিয় তাহাঞ্জের সাহিত্যের প্রতি অবজ্ঞার ভান বা বিশ্বেখ মুঢ়ত মাত্র । পৃথিবীর বহু স্বাধীন জাতি নিজেদের বড় সাহিত্য থাকা সত্বেও ইংরেজীর চর্চা করে। আমাদের ধিশ্ববিদ্যালয়ের উচ্চতম শিক্ষাও বাংলার সাহায্যে হওয়া আমরা চাই। কিন্তু পাশ্চাত্য সাহিত্যের অসুশীলনও চাই বলিয়া ইংরেজী সাহিত্যকে বাদ দিতে পারি না । রবীন্দ্রনাথ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গত পদবীসম্মানবিতরণ সভায় তাহার বাংলা অভিভাষণে ইহার কারণ ভাল করিম বুঝাই দিয়াছেন। মান্দ্রাজের বিদ্যালয়ে কেন হিন্দী শিখান হইবে মাস্ত্রীজের প্রধান মন্ত্রী রাজগোপালাচাৰ্য্য মহাশয় তথাকার বিদ্যালয়গুলির মধ্যশ্রেণীতে হিন্দী শিক্ষা আবশুিক করিতে চান। তাহার একটা প্রধান কারণ মাত্রাঙ্গী ছোকরাদিগকে তিনি এই বলিয়াছেন, যে, “তোমরা যদি হিন্দী ন-শেখ, তা হ’লে ফেডারেশুনের আমলে (যখন হিন্দী রাষ্ট্রভাষা হবে) চাকরি পাবে না।" ডালভাতের ব্যাপারট ইনি বেশ বুঝেন দেখিতেছি। কিন্তু ফেডারেশ্বন কথন হুইবে । এবং তখন হিন্দী না-জানিলে কি অন্ন জুটিবেই না ? গ্রাহকগণের প্রতি নিবেদন যাহারা বর্তমান আশ্বিন সংখ্যা পর্যন্ত বাধিক বা ধাশ্মাসিক গ্রাহক আছেন, আশা করি, আগামী এক বৎসর বা ছয় মাসের জন্যও তাহারা গ্রাহক থাকিবেন এবং আগামী এক বৎসর বা ছয় মাসের মূল্য ৬- টাকা বা ৩• সওয়া তিন টাকা মনি-অর্ডার-যোগে পাঠাইয়া দিবেন। মনি-জর্ডার কুপনে তাহীদের স্ব-স্ব গ্রাহক-নম্বর উল্লেখ না করিলে টাকা জমা করিবার পক্ষে অংবিধা হয়। যাহারা আগামী ১০ই আশ্বিনের মধ্যে টাকা পাঠাইৰেন ন, তাহাদের নামে কাধিক সংখ্যা ভি-পি,তে পাঠান হইবে। ঐ সংথ্যা ১৬ই আশ্বিল প্রকাশিত হইবে। যাহারা অতঃপর গ্রাহক থাকিতে অনিচ্ছুক, উহার সে-কথা ৷ করিয়া ১০ই আশ্বিনের পূৰ্ব্বেই আমাদিগকে জানাইবেন। ভি-পি-তে আমাদের টাকা পাইতে কথন কথন বিলম্ব ঘটে, মুডরাং গ্রাহকদের প্রবাসী পাইতে গোলমাল হয়। মণি-অর্ডারেই টাকা পাঠান সুবিধাজনক। ইতি— &ীরামানন্দ চট্টোপাধ্যায়, প্রেবাধীর স্বত্বাধিকারী।