পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ۰نه . . . . . . . . . . . . . " ক্রসেলুস কংগ্রেসের সাধারণ দৃপ্ত সমুদয় সাম্রাজ্যশাসক, পশ্যশিল্পী ও বণিকৃ জাতিদিগকে এবং অন্যান্য জাতিদিগকে অস্তরের সহিত গ্রহণ করাইতে পারেন, তাহাও কম লাভ হইবে না। কিন্তু আমাদের যেন সৰ্ব্বদাই , মনে থাকে, যে, রাষ্ট্রীয়, বাণিজ্যিক ও আর্থিক মুক্তি লাভ করিতে হইলে তাহার জন্য প্রধান চেষ্টা ও দুঃখ-ভোগ—বলিতে গেলে প্রায় সমুদয় চেষ্টা ও দুঃখভোগ—আমাদিগকেই করিতে হইবে। অন্যেরা আমাদিগকে স্বাধীন করিয়া দিতে পারে না –যাহার নিজের স্বাধীন হইবার ক্ষমতা নাই, স্বাধীনতা রক্ষা করিবার ক্ষমতাও তাহার নাই। অন্য জাতির অবত আমাদের সাহায্য করিতে পারেন। কিন্তু কেবল মাত্র তাহার উপর নির্ভর করিয়া থাকা অলস, ভীরু, ও মুখের কাজ । এই কংগেস সম্বন্ধে আর-একটি বিষয়েও আমাদের মত প্রকাশ করা দরকার। কংগ্রেস্টি প্রধানতঃ শ্রমিকদলের প্রভাবের বশবৰ্ত্তা। পাশ্চাত্য সমুদয় দেশে শ্রমিক ও খনিকদের মধ্যে খুব সংগ্রাম চলিতেছে। এরূপ একট। সংগ্রামের স্বত্রপাত আমাদের দেশেও হইয়াছে। কিন্তু তাহা যাহাতে না ৱাড়ে, ধনিকের নিজেই যাহাতে শ্রমিকদের সহিত ন্যায্য বম্বোবস্ত করেন, তাহার চেষ্টা করাই আমাদের কর্তব্য। পাশ্চাত্য শ্রমিকদের সঙ্গে যোগ

[ ২৭শ ভাগ, ১ম খণ্ড দিয়া ভারতবর্ষেও একটা স্থায়ী শ্রমিক-খনিক যুদ্ধ খাড়া করা অনুচিত হইবে। এরূপ যুদ্ধের বিরুদ্ধে অন্ত ষে-সব যুক্তি আছে, তাহার কথা না তুলিয়া এই একটা যুক্তির কথা বলিলেই যথেষ্ট হইবে, যে, ভারতবর্ষের মুক্তির জন্ত সকল ধৰ্ম্মসম্প্রদায়ের লোকদের একযোগে কাজ করা ' যেমন আবশ্বক, তেমনি জমীদার ও রায়ৎ, ধনিক ও শ্রমিক প্রভৃতি সকল শ্রেণীর লোকদেরও একযোগে কাজ করা দরকার। ভারতবর্ষে ধৰ্ম্মগত, জাতিগত, শ্রেণীগত বিবাদ এমনিই বিস্তর আছে ; তাহার উপর আর-একটা কায়েমী ঝগড়া যাহাতে বদ্ধমূল না হয়, সেই চেষ্টা করাই আমাদের কৰ্ত্তব্য । -> পাশ্চাত্য শ্রমিকদের সম্বন্ধেও একটা কথা মনে রাখা উচিত। বিলাতের শাসকশ্রেণী প্রধানতঃ ধনিক-শ্রেণীর লোক লই৷ গঠিত। এই ধনিক শাসকশ্রেণীর বিরুদ্ধে আমাদের অভিধোগ আছে, আবার বিলাতী শ্রমিক শ্রেণীরও অভিযোগ আছে। স্ব তরাং এখন এই পাশ্চাত্য শ্রমিকরা আমাদের প্রতি দরদ দেখাইতেছে। কিন্তু যখন । পাশ্চাত্য ধনিক ও শ্রমিকদের ঝগড়া আপোসে মিটিয়া যাইবে, তখন আঞ্জরা তাহাদের কাহারও নিকট হইতে স্বাস্থ্য ব্যবহার নিশ্চয়ই পাইব মনে করা ভূল। শ্রমিকদের