을 • প্রবাসী-বৈশাখ, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড ( २ ) এখন যেখানে গ্ৰহটের একজিকিউটিভ ইঞ্জিনিয়া f রের অফিস, যাট সত্তর বৎসর পূৰ্ব্বে সেখানে একটা পুরানো পাকা বাড়ী ছিল। বহুদিন বোধহয় সে বাড়ীতে কোন লোকজন বাস করে নাই। চারিদিকে নিবিড় জঙ্গল আর পিছনে একটা বিস্তৃত জলাভূমি ছিল। বাবা সেই বাড়ীটাকেই মাসিক আট টাকা ভাড়ায় বন্দোবস্ত করিয়া লয়েন । আমরা যখন প্রথমে সেই পুরানো পোড়ো বাড়ীতে যাইয়া উঠিলাম তখন সৰ্ব্বদ ভয়ে ভয়ে থাকিতাম। তারপরে অল্পদিনের মধ্যেই সেবাড়ীর হাতায় আমাদের দুই তিন জন আত্মীয় আসিয়া বাস প্রস্তুত করেন। সেই পাক বাড়ীরও আধখানা শ্ৰীহট্টের তদানীন্তন স্কুল ডেপুটী ইনস্পেকূটার yনবকিশোর সেন মহাশয় আসিয়া দখল করেন। বাবা যতদিন বাচিয়৷ ছিলেন ততদিন তাহার শ্রীহট্টের বাস নবকিশোর-বাবুর সঙ্গে ভাগাভাগি করিয়৷ এই পাকা বাড়ীতেই ছিল । এখন সে-বাড়ীর চিহ্ন পৰ্য্যস্ত নাই। যারা আমার বাল্যজীবনের সাক্ষী ছিলেন র্তাদের মধ্যে কেবলমাত্র একজন বাচিয়৷ আছেন। ইনি শ্ৰীহট্টের মুন্সেফী আদালতের একজন প্রধান উকীল ছিলেন। এখন ওকালতী করেন না। ইহার নাম শ্রযুক্ত রুক্মিণীমোহন কর, মাতৃসম্পর্কে আমার আত্মীয়, মাতুল-পৰ্য্যায়ভুক্ত। এই অশীতিপর বৃদ্ধ শ্ৰীহট্রে আজিও শিক্ষিত অশিক্ষিত হিন্দু মুসলমান, বাঙ্গালী মারোয়াড়ী, ধনী দরিদ্র সকল শ্রেণীর লোকের অকৃত্রিম শ্রদ্ধাভাজন হইয়া আছেন। প্রাচীন অর্থে ও প্রাচীন আদশে শ্রীহটে যদি এমন কোনও লোক-নায়ক বা সমাজপতি থাকেন, তাহার সেদিকে কোনও লোভের লেশ মাত্র নাই বলিয়া, সৰ্ব্ববাদীসম্মতিক্রমে রুক্মিণীবাবুই সেই পদ ও সম্মান পাইয়া আসিতেছেন। তিনি বড় জমিদার নহেন। র্তাহার কোনও তেজীরতিও নাই । সামান্য মধ্যবিত্ত গৃহস্থ মাত্র। কিন্তু শ্ৰীহট্ট সহরে বা জেলায় এমন কোনও জমিদার বা ধনী নাই, লোকসমাজে যাহার কথার দাম রুক্মিণী-বাবুর কথা অপেক্ষ বেশি ; এইট লেখা হইবার পরে, ২৮এ ফাল্গুন (১৩৩৩) রুক্মিণীমোহন কর র্তাহার পুল্ল শ্ৰীমান্ রজনীমোহনের পত্রে জানিলাম যে, ঐ মাসের ২৩এ তারিখ রুক্মিনীমোহন কর মহাশয় তাহার কৰ্ম্মোচিত লোক লাভ করিয়াছেন । \o আমরা যখন প্রথম এই পড়ে বাড়ীতে যাইয়া উঠি তখন শ্ৰীহট্টে বাঘের ভয় ছিল। শ্ৰীহট্ট সহরের উত্তরে অনেকগুলি ছোট ছোট পাহাড় আছে। এখন সেগুলিতে লোকের বসতি হইতেছে । আমার বাল্যকালে এই পাহাড়গুলি বন-জঙ্গলে পরিপূর্ণ ছিল। এই জঙ্গল হইতে শীতকালে মাঝে মাঝে সহরে পর্য্যস্ত বাঘ আসিত। প্রায়ই সহরের নিকটবর্তী গ্রামের লোকের বড় বড় বাঘ মারিয়া কালেক্টরের কাছারীর সামূনে আনিয়া ফেলিত।
পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।