৫ম সংখ্যা ] fবজ্ঞভাবে সমালোচনা করিয়া গ্রহণ বা ত্যাগ করিয়াছেন, কোন সংস্কারের প্রভাবে সত্যের হানি করিতে সন্মত হন নাই। ইহাতে গ্রন্থখানির ঐতিহাসিক মূল্য বাড়াইয়াছে। হিজলার ইতিহাস এই গ্রন্থে যেরূপ দেওয়া হইয়াছে, তাহার অপেক্ষ। বেণী সংবাদ দেওয়া বা শ্রেষ্ঠতর প্রণাঙ্গীতে রচনা করা সম্ভব মনে হয় না । পাঠান যুগে সৰ্ব্বোচ্চ শ্রেণীর সন্ত্রাপ্ত ধাক্তি যা সামন্তরাজগণকে “মসৃনদ-ই-আলী (=উচ্চ-আসনধারী ) এই উপাধি দেওয়া হইত। বঙ্গে পাঠান যুগের অবসানের সময় এক মসনদ-ই-আলা পুর্ববঙ্গের (“ভাটিদেশের” ) ইসার্থী ছিলেন । আর এক বংশ হিঞ্জলীতে রাজত্ব করেন। এই শেষোক্ত বংশের সঙ্গে একদিকে উড়িষ রাজ্যের অপর দিকে বঙ্গের মুঘল সুবাদারের সংঘর্ষ হয়। প্রকৃতি কর্তৃক সুরক্ষিত কোণে আশ্রয় পাইয়া হিঞ্জলীর মসনদ-ই-আল, দেশ বিস্তার, মসজিদ স্থাপন, কলাপ্রতিষ্ঠা প্রভৃতি অনেক স্মরণীয় কাজ করেন। গ্রন্থের এই অংশ মুখপাঠ্য হইয়াছে । গ্রন্থকায় শয্যাগত কাতর এবং গ্রন্থ রচন ও প্রকাশের ব্যয়ে ঋণগ্রস্ত । আশা করি বঙ্গের পাঠকগণ র্তাহাকে উৎসাহিত কপ্লিবেন, কারণ এই গ্রন্থখানি আমাদের প্রদেশের ইতিহাসের ভাণ্ডারে স্থায়ীভাবে স্থান অধিকার झट्ठिग्रitछ् । শ্ৰী যদুনাথ সরকার সপ্ত গোস্বামী-শ্ৰীপতীশচন্দ্র মিত্র সঙ্কলিত। ১ম সংস্করণ, ১৯২৭, আশুতোষ লাইব্রেরী, কলিকাতা । পূ: ৩৫৯. মূল্য ২২ অধ্যাপক মিত্র মহাশয় ইতিহাস লিখিয়া যশস্বী হইয়াছেন । তিনি বাঙলার বৈষ্ণৰ গোস্বামীপদ্বদিগের জীবনী ভক্ত-প্রসঙ্গ হিসাবে লিথিয়াছেন । ইহাতে বৈষ্ণধ আচাৰ্য্যদিগের তাগ, নিষ্ঠ ও তপস্তার উজ্জ্বল চিত্র একস্থানে পাওয়া যাইবার সুবিধা হইয়াছে। এই গ্রন্থ বৈষ্ণবদিগের স্থায় বাঙালীর অধ্যাত্মিকতার অনুরাগী পাঠকদিগেরও আনন্দ বিধান করিবে । গ্রন্থে করেকখান চিত্র আছে । ঐতিহাসিক গ্রন্থকার ইতিহাসকে একেবারে ভুলিতে পারেন নাই। তাই তিনি বৃন্দাবনে বাঙালীর একটি কীৰ্ত্তি আবিষ্কার করিয়া আমাদিগকে কৃতজ্ঞ করিয়াছেন-উছ রাজা বসন্তরায়ের পিতা গুণানদের নিৰ্ম্মিত মন্দির । পরিহাস—শ্ৰীয়সময় লাহা । ১৩৩৩ । পৃ: ১২, মূল্য দরসময়-বাবুর রঙ্গ, বঙ্গ ও সরস কবিতায় নিজস্বতা আছে। উহার এই গ্রন্থেও কতকগুলি উপভোগ্য রচনা প্রকাশিত হইয়াছে। অতিকাব্য, হাতুড়ে, হিতে বিপরীত, স্কারদর্শন, দোষ কার, প্রভৃতি কবিতা বেশ হইয়াছে। ঘোড়া কবিতাটি বিশেষভাবে উল্লেখযোগা। স্কুলের ছেলেরা প্রথম প্রথম রচনা লিখিতে শিথিয়া ঘোড়া সম্বন্ধে যে অমুল্য ও অদাধারণ বৃত্তান্ত লিপিবদ্ধ করে এই রসিক গ্রন্থকার সেইরূপ রচনাকে পয়ারে গ্রথিত করিয়াছেন । শ্রীরমেশ বসু রামায়ণে আর্ট-(ত্ররাঙ্ক ব্যঙ্গনাট)—শ্ৰী শ্ৰীপদ মুখোপাধ্যায় প্রকাশক শ্ৰীবৃসিংহপদ মুখোপাধ্যায়, ৬ গোপীকৃষ্ণ পালের লেন, জাহিরীটোলা, কলিকাতা । আট আন । একখানি বাঙ্গনাট্য । মাটিকাখানি গতানুগতিক মামুলি ছাদের नग्न । डांcव विछोप्न ७ ब्रहन-कौभएल-जर्तिणरे रेशञ्च नृठनन्न ७ বিশেষত্ব পরিস্ফুট। জামরা নাটকখানি পড়িয়া জানন্দ লাভ করিয়াছি। আমরা আশা করি ইহা সাহিত্যরসিক ব্যক্তিকে জানন্দ দান করিবে । ዓ8ፃ ঝরাফুল—শ্ৰীমতী রত্নমাল দেী। প্রকাশক ধৰিয়গোপাল মুখোপাধ্যায়, ছোট কেল্লা বাড়ী, মুঙ্গেয় । আট আন । কবিতার বই। কবিতাগুলিতে ছন্দের ও মিলের ক্রটি আছে এবং ভাবে ও কল্পনার নূতনত্বও নাই। তথাপি লেখিকার অনুভূতি ও তাহার প্রকাশ এতই সরল ও স্বাভাবিক যে, তাহা চিত্ত স্পর্শ করে। পুস্তকের নামনিৰ্ব্বাচনে লেখিকার সতর্ক হওয়া উচিত ছিল, কেননা এই নামে কবি করুণানিধানের একথানি কাব্যগ্রন্থ আছে। পারের গান—ীকিশোরীমোহন ঘোষাল । প্রকাশক সারস্বত লাইব্রেরী, ১৯৫২ কর্ণওয়ালিস্ ট্রট, কলিকাতা । এক টাকা । বহু কবি ও সাহিত্যিক অমর ছন্দে ও প্রবন্ধে - মৃত প্রিয়ার স্মৃতি অক্ষয় করিয়া রাখিয়াছেন। আলোচ্য কাব্যগ্রন্থে প্রিয়াবিচ্ছেন্ন কাতর কবি অতিশয় করুণ ভঙ্গীতে ও মৰ্ম্মস্পর্শ আবেগে প্রিয়tয় মনোরম স্মৃতিচিত্র আকিরাছেন । বিষয়টি এতই পবিত্র ও গভীর যে, ইহার আলোচনায় চিত্ত বিমূঢ় হইয় পড়ে। কবিতাগুলিতে স্থানে স্থানে ছন্দপত্তন সত্ত্বেও বইখানির আদর হইবে । আমীন (নাটক) ; রাধাকৃষ্ণ (নাটক) ; রম (নাটক)—শ্ৰীক্ষীরোদচন্দ্র চট্টোপাধ্যার প্রণীত। কলিকাত ৫ নং উড ষ্ট্রট হইতে গ্রন্থকার কর্তৃক প্রকাশিত। মূল্য যথাক্রমে এক টাক, এক টাক, এক টাকা । তিনথালি নাটক। নাটকগুলির উদ্দেশ্য উচ্চ । গুচন ভাল হইয়াছে । নারী-মঙ্গল—শ্ৰীপরিমলকুমার ঘোষ। এ কলেজ স্কোয়ার, কলিকাতা, ও পটুয়াটুলী, ঢাকা । বারো আন । कतिउॉब्र राई। नग्न;ि कविठांग्र नांद्रौद्र ७१ कोर्डि७ ७ शकिङ হইয়াছে। পরিমলবাবু বহু পূৰ্ব্বেই বাংলা দেশে কবিখ্যাfত অর্জন করিয়াছেন । র্তাহার ছশ সাবলীল এবং শব্দসম্পদ তাহার যথেষ্ট । আলোচ্য নারী-ঝোত্রগুলিতে কবির নারীর প্রতি শ্রদ্ধাভক্তি অনাড়ম্বর আৰোগ ও স্বত:স্ফূৰ্ত্ত উচ্ছ সে সুন্দর ভঙ্গীতে প্রকাশিত হইয়াছে। ইহার উপর ছাপা ও বাঁধন মনোরম হওয়ায় বইখানি উপহারের সম্পূর্ণ যোগ্য হইয়াছে । বদরীনারায়ণের পথ—শ্ৰীবিধুভুষণ দত্ত। তত্ত্বমশিয়, হরিদ্বার হইতে প্রকাশিত। বীরে অtলা । DDDSBBS BB BBD DBB BBB BBS BBB BB র্তাহার এই পুস্তক পাঠ করিলে উপকৃত হইবেন। যুগ-সমস্যা-প্রভূপেন্দ্রনাথ দত্ত । বৰ্মন পাবলিশিং হাউস, ১৯৩ কর্ণওয়ালিস্ ষ্টট, কলিকাত । অtট আন । বৰ্ত্তমান রাজনীতি, রাজনীতি ও ধর্মের খিচুড়ী, যুবকগণের স্বাধীন মনোবৃত্তি অর্জনের উপায়, ইত্যাদি সমস্তায় সঙ্গর চিন্তাপ্রস্তুত সমাধানের ইঙ্গিত এই পুস্তকে আছে। বইখানি দেশহিতৈষীর অবগু পাঠ্য। প্রথম শিক্ষা ইংলণ্ডের ইতিহাস-প্রীপঞ্চানন সিংহ । আগুতোষ কলেজ, ভবানীপুর । ছয় আন । বইখানি ছেলেদের জঙ্ক রচিত এবং ছেলেদের সম্পূর্ণ উপযোগী হইয়াছে ।
পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।