পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহিলা-সংবাদ শিক্ষার দিক্ দিয়া নানবিভাগে ভারতীয় মহিলার অধ্যাপক পরলোকগত হীরালাল সান্তাল মহাশয়ের দুহিতা অগ্রসর হইতেছেন। বোম্বাইএর ডাক্তার কুমারী কুমদা শ্ৰীমতী অশ্রীকণা দেবী এবার ইংরেজী সাহিত্যে সম্মানের মেহেতা এডিনবরা হইতে এল, এম, এবং ইংলণ্ড হইতে সহিত বি এ পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন । ইনি বিবাহের এম্‌, আর, সি, পি, উপাধি ভূষিত হইয়াছেন। তিনি বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ডাক্তারী ডিগ্রী লইয়া বিলাত গিয়াছিলেন । গুজরাতী মহিলাদের মধ্যে তিনিই প্রথম এইরূপ সম্মান পাইলেন । কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজের ভূতপূৰ্ব্ব কুমারী মনীষা সেন ডাক্তার কুমারী কুমদ মেহেতা