পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম শিবম্ সুন্দরম।” * নায়মাত্মা বলহীনেন লভ্যঃ । ৭ম ভাগ । | পৌষ, ১৩১৪। | ৯ম সংখ্যা । o- অরবিন্দ। সখী মোর, দেব-দূত | মিথ্যা, ভ্রান্ত ধারণায় রয়েছ বিভোর । (নাট্য-কাব্য।) সুস্নিগ্ধ, প্রদীপ্ত প্রেম-বিকচ-নবীন, অদম্য সে,~—বিশ্ব-জয়ী ! প্রেম ইচ্ছাধীন ? থম দশ্য - প্রথমৃ দৃশ্য। —নহে কভু। ইচ্ছা সে-ই নিত্য ভক্তিভরে স্থান—অরবিন্দের গৃহ। কাল—অপরাহু । দাসীসম প্রাণপণে তা’র সেবা করে। (অরবিন্দ ও অজয় ।) সকল প্রবৃত্তি আসি, বিনম্র উচ্ছাসে, অজয়। ভালো কি লাগে না বন্ধ, সেই রূপরাশি ? অর্ঘ্যে অর্ঘ্যে সদ্যোলুট অশোক-পলাশে অরবিন্দ। সুন্দরী সে —তবু, তারে নাহি ভালবাসি প্রণয়ের সেই রক্ত-পদ্মাম্বুজে যবে প্রিয়বর। প্রেম যবে জাগে চিত্ত-মাঝে, পূজার সম্ভার ঢালে,-তখনি এ ভবে রূপের সে না করে বিচার, কুরূঃ যে— ঝঙ্কৃত হইয়া উঠে গগনে-পরনে সে-ও সে মহেন্দ্র-ক্ষণে অপূৰ্ব্ব প্রভায় অশ্রান্ত বিহঙ্গ-কণ্ঠ সঙ্গীত-সুধায় ; অতুল সৌন্দৰ্য্য ল’য়ে বিরাজে ধরায় তখনি এ মর্ত্য-ভূমি দীপ্ত গরিমায় মহীয়সী দেবীসম । - ক্ষণে ক্ষণে ভাবাবেশে হয় কম্পমান ; অজয় । —মানি তাহা । তরু, হর্ষ-রোমাঞ্চিত-তনু প্রেমিকের প্রাণ অটল সংকল্প ল’য়ে চাহে যদি, কন্তু নিখিল-বিশ্বের সেই মথিত নিৰ্য্যাস— ব্যর্থ নাহি হ’বে ইচ্ছা তব। জ্ঞানী জন সৌন্দৰ্য্য-মদিরা পানে, মিটায়ে তিয়াস, প্রবৃত্তির দাস হ’য়ে যাপে না জীবন। তখনি বিহবল হ’য়ে আনন্দ-পাথারে প্রবৃত্তি দংষত করি ইচ্ছা-শক্তি-বলে, ডুবে যায়। আপন কৰ্ত্তব্য স্মরি, এই ধরাতলে হেন প্রেমে কেহ কিগো পারে আপনারে জয় করি’ লৰ ৷ to- আনিতে আপন বশে ? -