পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

688, - প্রবাসী । বিনয় গোর হাত টিপিয়া ধরিয়া কহিল—“তাই হোকৃ।” গোরা কহিল---“ততদিন কিন্তু আমি তোমাকে অনেক [ ৭ম ভাগ হিমাচলের উপদেশ। . ۰-------------حتمه. همه ------- مس - همه কষ্ট'দেব। আমার সব অত্যাচার তোমাকে সইতে হবে— স্থান হিমাদ্ৰিশৃঙ্গ-সময় সন্ধ্য। কেন না আমাদের বন্ধুত্বকেই জীবনের শেষ লক্ষ্য করে দেখতে ( একজন তপস্বীর প্রবেশ । ) BB BJTBB BBB BB BBB BBBB BBB Bk BBBS BB BBBS BB BB BBB BBBBS করে তার অসন্মান করব না । এতে যদি বন্ধুত্ব ভেঙে একদিন, শরদের বিমল উগ্য, পড়ে তাহলে উপায় নেই কিন্তু যদি বেঁচে থাকে তাহলে বন্ধুত্ব কিরণ-মণ্ডল মাঝে, দেখেছিন্তু তব সার্থক হবে।” পবিত্র তাপস-মুষ্ট্রি। দীর্ঘ জটাভার, 7 এমন সময়ে দুইজনে পদশব্দে চমকিয়া উঠিয়া পিছনে আপিঙ্গল নবেদিত ভামুরশ্মিরূপে, চাহিয়া দেখিল আনন্দময়ী ছাতে আসিয়াছেন । তিনি দুষ্ট পড়িয়াছে নভস্তলে ; তুষার-চন্দন জনের হাত ধরিয়া ঘরের দিকে টানিয়া লইয়া কাহলেন— শোভিছে ললাট দেশে ; শুভ্ৰ মেঘজাল “ চল শোবে চল ।” ধবল উত্তৰী তব উড়ে উধানিলে ; দুষ্ট জনেই বলিল -“আর ঘুম হবে না মা ।” দিব্য যজ্ঞ উপবীত নিঝরিণী এক “হবে" বলিয়া আনন্দময়ী দুই বন্ধুকে জোর করিয়া বিরাজিত বক্ষস্থলে ; হিমমাত দেহ ; বিছানায় পাশাপাশি শো গুয়াইয়া দিলেন এবং ঘরের দরজা সুদপ্ত তহিত। দেশী ভারত-ভুমির বন্ধ করিয়া দিয়া দুজনের শিয়রের কাছে পাখা করিতে দাড়াইয়া শিরোদেশে উচ্চারিছ, যেন, বসিলেন। আশীৰ্ব্বাদ মহামন্ত্র । ভক্তি-মুগ্ধ আমি বিনয় কহিল-“মা, তুমি পাপ করতে বসলে কিন্তু সাষ্টাঙ্গে পড়ি লুট ; প্রণমি তোমারে আমাদের ঘুম হবে না।” বরিলাম গুরুরূপে। . ত্যজি লোকালয়, আনন্দময়ী কহিলেন—“কেমন না হয় দেখব। আমি ত্যজি গুহ, পরিজন, আসিয় ছুটিয়া চলে গেলেই তোমরা আবার কথা আরম্ভ করে দেবে তোমার চরণতলে । সেই দিন হ’তে, সেটি হচ্চে না ।” দ্বাদশ বৎসর, আছি তব পদাশ্রয়ে, দুষ্টজনে ঘুমাইয়া পড়িলে আনন্দময়ী আস্তে আস্তে ঘর নিঃসঙ্গ, সেবিতে তোমা ; শুনিতে বাসন হইতে বাহির হইয়া আসিলেন । সিঁড়ি দিয়া নামিবার সময় অষ্ট্র শ্রমুখের বাণী, শিখিবারে সাধ দেখিলেন, মহিম উপরে উঠিয়া আসিতেছেন। আনন্দময়ী তব মুথে মহামন্ত্র ভারত-মঙ্গল । কহিলেন-—“এখন না—কাল সমস্তরাত ওরা ঘুমোয়নি। ( কিয়ৎকাল নিস্তব্ধ থাকিয় ) আমি এই মাত্র ওদের ঘুম পাড়িয়ে আসচি।” এখনও নীরব তুমি ? সেই সমভাব, মহিম কহিলেন -“বাসরে—একেই বলে বন্ধুত্ব ! বিয়ের অনাহারে, অনিদ্রায়, দ্বাদশ বৎসর, কথাটা উঠেছিল কি জান ?” এত যে সাধিমু তপ, সকলই কি বৃথা ; আনন্দময়ী। জানিনে : - নহি শিষ্যযোগ্য তব ? তাই নিরুত্তর ? মহিম। বোধ হয় একটা কিছু ঠিক হয়ে গেছে। ঘুম কি আর করিব তবে ? ভক্তি, প্রীতি, প্রেম, ভাঙবে কথন ? শীঘ্ৰ বিয়েট না হলে বিঘ্ন অনেক আছে। যা কিছু, আমার ছিল, দিয়াছি ত সব, আনন্দময়ী হাসিয়া কহিলেন—“ওরা ঘূমিয়ে পড়ার দরুণ কি আছে দিবার আর ? শত অশ্রুধারা বিঘ্ন হৰে না—আজ দিনের মধ্যেই ঘুম ভাঙবে।” ঢালিয়াছি পাদ্যরূপে ; স্পর্শে, স্পশে তব রোমাঞ্চিত তনু মম ; কিনা জান তুমি ?