পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ه با ۰ অন্নপূর্ণ অঞ্জয় । SS S SSAS SSAS SSAAAASAASAASAASAA AAAASASASS 卷 দেব-দূত | ( নাট্য-কাব্য ) চরিত্র-পরিচয় । অরবিন্দ– পাশ্চাত্য শিক্ষিত ধনবান যুবক। অজয় --অরবিন্দের আবাল্য সুহৃৎ । জীবনরাম ঐ ভূত্য । চিকিৎসক । অন্নপূর্ণ অরবিনের জ্যেষ্ঠ বিধবা ভগিনী । মাধবী --অরবিন্দের স্ত্রী । তৃতীয় দৃশ্য। কাল-—প্রভাত । স্থান --অরবিন্দের অন্তঃপুরস্থ উদ্যান। অন্নপূর্ণ ও অজয় । এমনি কি যা’বে চিরদিন ? নিত্য পূর্ণশশী বিমলিন হেরিতেছি । বৃথা, অকারণে ক্ষুদ্র শিশু সহিবে কেমনে হেন অযতন ? বাছা, তা’রে বুঝাইয়া বল—ছারে খারে গেল এ সংসার। কোন পাপে, অদৃষ্টের তীব্র অভিশাপে সহি এ দারুণ বিড়ম্বন, নাহি জানি! -- এ বেদন সহিবার নহে । কি লাগিয়া, এ যন্ত্রণ নিয়ত সহিয়া, কা’র তরে এ শ্মশান মাঝে র’য়েছিরে, বাছা ?— বিধবা যে, তা’র এত কামনা না সাজে । ও হৃদয়ে কত্ত্ব না বিরাজে স্বার্থ-চিন্তা-—কামনা-বাসনা । চিরদিন বিস্মরি আপনা, আপনারে দিয়াছ ডুবা'য়ে অন্তহীন পরার্থ-চিন্তায় । একেরে তারা’য়ে, একেবারে ব্যাপ্ত করি দিলে আপনারে অনন্ত ধরিত্রী মাঝে ; নিলে চিত্ত ভরি’ এ বিশ্ব নিখিলে। ক্ষুদ্র এক আপনারে নাশি, অসীম, বিরাটরূপে আসি’ --م.. یہ•=عء۔۔۔*** s-۔۔۔--ع----ح**۔ অন্নপূর্ণ । অজয় । অন্নপূর্ণ। তব মাঝে উঠিছে বিকশি’ হে জননি । ওপদ্ধ পরশি’ পাপ-তাপ-জরা- ব্যাধি ভরা ধন্ত আজি এ মলিন ধরা ! শ্ৰীচরণে করি প্রণিপাত ; কর আজ্ঞা,—দেহ আশীৰ্ব্বাদ, সাধিব তোমার ইচ্ছা । ওরে, বৃথা শূন্ত স্তুতি-বাক্যে মোরে, করিস্নে প্রতারিত। আমি কি যে তাহ জানে অন্তর্যামী । তাই, মোর শ্রেষ্ঠরত্ব হরি, নিরাশ্রয়া ভিখারিণী করি’ রেখেছেন এই ধরাতলে,— নীরবে তিতিতে অশ্রজলে নিবালায় । সম বিধবার নাহি পাপী জগত মাঝার ; তাই, হেন প্রায়শ্চিত্ত তা’র হইতেছে সদা । —বিধাতার লীলা কভু পারি না বুঝিতে। শুধু হেরি—পঙ্কিল মহীতে, এই ঘন অন্ধকার মাঝে, স্থির-দীপ্তি পুণ্যালোক রাজে একমাত্র বিধবার করে নিরস্তর। নিষ্কাম অস্তরে নিজ সৰ্ব্ব সুখ বিসর্জিয়া, পরহিত একাস্তে সাধিয়া আপনারে করে’ছ বিস্তার এ জগতে;—এ দৃষ্ঠের আর তুলনা না মিলে ! পৃথ্বী মাঝে বল বৎস, মোর কিবা আছে ! নিশিদিন তীব্র তুষানলে জলি’ছে অন্তর । জলে, স্থলে— অবিরাম মোর পানে চাহি” কহি’ছে প্রকৃতি—“তোর নাহি— নাহি স্থান এ ধরণী ক্রোড়ে, ঘৃণিত পাপার্ক প্রাণী ওরে ? কি ছদ্ধৃতি তরে নাহি জানি— আমি চির-উপেক্ষিত প্রাণী ! এত ঘৃণা, এত তাপ-ক্লেশ— সকলি ছিলাম ভুলি ; শেষ,