পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপটতা, তীব্র ছলনায়, মিথ্যাচার, বিদ্বেষ-হিংসায় ভরি’ ওঠে যবে এ সংসার ; তখনো কি চেতনা তোমার নাহি জাগে ? কোথা তুমি ?—কোথা ! ধরণীর মৰ্ম্ম-ব্যাকুলত, আৰ্ত্তনাদ-ধ্বনি সকাতর পশে না কি শ্রবণ ভিতর তব ?—তুমি দিয়াময়’ ! নামি’ এস—এস ওহে অন্তর্যামি, অজয় । অরবিন্দ। অজয় | অরবিন্দ । অজয় । সৰ্ব্বদর্শী, বিধাতা মহান, বিশ্ব-সিংহাসন হ’তে ।—স্থান নাহি তব সে আসনে । অরু,— অজয়ের দিকে ফিরিয়া) চিন্তা-তপ্ত এ জীবন-মরু স্নিগ্ধ করি প্রিয় কণ্ঠ-স্বরে আসিলে কি এত দিন পরে বন্ধুধর ? পড়িল কি মনে এত দিনে । এস আলিঙ্গনে প্রিয়তম । নহি যোগ্য আজ তব প্রণয়ের । হৃদিমাঝ জলে’ছে যে বহি অনিবার,— অতীতের অস্তিত্ব আমার তাহে পুড়ে’ হ’য়ে গেছে ছাই ! আজি তব অরবিন্দ নাই,--- আমি শুদ্ধ প্রেত-মুৰ্ত্তি তা’র ! নিয়ত করি’ছ হাহাকার কল্পনাতে বাড়াইয়া দুখ বন্ধু তুমি । হেয়ে না উন্মুখ- - আপনারে ধিক্কারিতে হেন। এ সংসারে সখা, স্থির জেনো-- বাড়ায় মানব দুঃখ যত নিজে ইচ্ছা করি ৮—অনিবার যা’রে ধ্যান কর, মনে তা’র পড়িবেই ছায়া । ধরা মাঝে মুখ-দুঃখ সমভাবে আছে— নিজেদের প্রভাব বিস্তারি’ । অরবিন্দ। তাই বুঝি—বিশ্ব-নরনারী নিয়ত ফেলি’ছে দীর্ঘশ্বাস— অজয় । অরবিন্দ । পূর্ণ করি’ প্রসন্ন আকাশ বাষ্প-ধূমে ! তাই, বুঝি ঝরে এ বিশ্বের বক্ষের উপরে নিশিদিন অগণ্য প্রবাহ নয়ন-বারির ! বন্ধু, চাহে!— চাহো এই অবনীর পানে। শোনো—এই বিরাট শ্মশানে, কোটি কণ্ঠে উঠে অনিবার মৰ্ম্মভেদী, তীব্ৰ হাহাকার ! রোগে, শোকে, নৈরাশু-পীড়নে, অপমানে,—শত নিৰ্য্যাতনে নিরস্তর ক্লিষ্ট হ’য়ে, হায়— জীব সবে যবে উদ্ধে চায় সজল নয়ন মেলি, ডাকে ব্যাকুল আগ্রহে বিশ্ব-মাঝে “কোথা মাগো দয়াময়ি,” বলে ; . তখনো তো কই—মা’র কোলে নাহি হয় দুঃখ অবসান ; তখনো তো জুড়াবার স্থান নাহি পায় অসহায় সবে । তবু কিগো বলিতেই হ’বে— আছে ধৰ্ম্ম, আছে সুবিচার, আছে গো সন্তোষ, করুণার ঝরে সদা প্রবাহ ধরায় ? জীব সবে দহে যে জালায় হে প্রিয়, নহে তা’ বিধাতার ইচ্ছা কভু ! জীব আপনার কৰ্ম্ম-ফল নিত্য করে ভোগ ; তা’র লাগি বৃথা অনুযোগ যেই জন করে হ্যায়বান্‌ ভগবানে,—সে শুধু অজ্ঞান নহে,—সে যে পাপী ! অভিনব শুনিলাম কথা ! যে মানব অজ্ঞাত পাপের লাগি সহে অসহ যন্ত্রণা,—নিত্য দহে প্রচণ্ড সন্তাপে, প্রাণপণে বুক-ফাটা দারুণ ক্ৰন্দনে বিশ্বেশ্বর-চরণ-ছায়ায় শরণ লইয়া, তবু হায়— নাহি লভে কোন প্রতিকার, সে জন হইল পাপী ; আর,