পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারহীন—এই উভয় জীবকে একত্রে জুড়ে চালাতে গেলে এদের একটির উপর বাইরে, থেকে বোঝা চাপিয়ে দুজনের ওজন সমান করে নিতে হয় । তুমি বিবাহ করে একটু দায়গ্রস্ত হলে পর তোমাতে আমাতে সমান চালে চলতে পারব। বিনয় একটু হাসিল এবং কহিল,--“যদি সেই মতলব হয় তবে এই দিকেই বাটখারাটা চাপাও !” গোরা। বাটখারাটি সম্বন্ধে আপত্তি নেই ত ? বিনয়। ওজন সমান করবার জন্তে যা হাতের কাছে আঁসে তাতেই কাজ চালানো যেতে পারে। ও পাথর হলেও হয়, ঢালা হলেও হয়, যা খুসি। গোরা যে বিবাহ প্রস্তাবে কেন উৎসাহ প্রকাশ করিল তাহা বিনয়ের বুঝিতে বাকি রহিল না। পাছে বিনয় পরেশ বাবুর পরিবারের মধ্যে বিবাহ করিয়া বসে গোরার মনে এই সন্দেহ হইয়াছে অনুমান করিয়া বিনয় মনে মনে হাসিল। এরূপ বিবাহের সঙ্কল্প ও সম্ভাবনা তাহার মনে এক মুহুর্তের জন্যও উদিত হয় নাই । এযে হইতেই পারে না। যাই হোক শশিমুখীকে বিবাহ করিলে এরূপ অদ্ভুত আশঙ্কার একেবারে মূল উৎপাটিত হইয়া যাইবে এবং তাহা হইলেই উভয়ের বন্ধুত্ব সম্বন্ধ পুনরায় স্বস্থ ও শান্ত হইবে ও পরেশ বাবুদের সঙ্গে মিলামেশা করিতেও তাহার কোনো দিক্‌ হইতে কোনো সঙ্কোচের কারণ থাকিবে না এই কথা চিন্তু করিয়া সে শশিমুখীর সহিত বিবাহে সহজেই সন্মতি দিল । মধ্যাহ্নে আহারান্তে রাত্রের নিদ্রার ঋণশোধ করিতে দিন কাটিয়া গেল। সেদিন দুই বন্ধুর মধ্যে আর কোনো কথা হইল না কেবল জগতের উপর সন্ধ্যার অন্ধকারের পর্দা পড়িলে প্রণয়ীদের মধ্যে যখন মনের পর্দা উঠিয়া যায় সেই সময় বিনয় ছাতের উপর বসিয়া সিধা আকাশের দিকে তাকাইয়া বলিল—“দেখ, গোরা, একটা কথা আমি তোমাকে বলতে চাই। আমার মনে হয় আমাদের স্বদেশ প্রেমের মধ্যে একটা গুরুতর অসম্পূর্ণতা আছে। আমরা ভারতবর্ষকে আধখানা করে দেখি।” গোরা। কেন বল দেখি ? বিনয়। আমরা ভারতবর্ষকে কেবল পুরুষের দেশ বলেই দেখি, মেয়েদের একেবারেই দেখিনে। 'అసిఫి" গোরা। তুমি ইংরেজদের মত মেয়েদের বুঝি ঘরে বাইরে, জলে স্থলে শূন্তে, আহারে আমোদে কৰ্ম্মে সৰ্ব্বত্রই দেখতে চাও—তাতে ফল হবে এই ষে পুরুষের চেয়ে মেয়েকেই বেশি করে দেখতে থাকৃবে—তাতেও দৃষ্টির সামঞ্জস্ত নষ্ট হবে। - বিনয়। না, না, তুমি আমার কথাটাকে ও রকম করে উড়িয়ে দিলে চল ৰে ন । ইংরেজের মত করে দেখ ৰ কি না দেখব সে কথা কেন তুলচ ! আমি বলচি এটা সত্য যে স্বদেশের মধ্যে মেয়েদের অংশকে আমাদের চিস্তার মধ্যে আমরা যথা পরিমাণে আনিনে। তোমার কথাই আমি বলতে পারি তুমি মেয়েদের সম্বন্ধে এক মুহূৰ্ত্তও ভাব না— দেশকে তুমি যেন নারীহীন করে জান—সে রকম জানা কখনই সত্য জানা নয়। - গোরা । আমি যখন আমার মাকে দেখেছি, মাকে জেনেছি তখন আমার দেশের সমস্ত স্ত্রীলোককে সেই এক , জায়গায় দেখেছি এবং জেনেছি। to বিনয় । ওটা তুমি নিজেকে ভোলাবার জন্তে একটা সাজিয়ে কথা বল্লে মাত্র। আমি জানি তুমি আমার কথাটা কি ভাবে নেবে তবু আমি বল চি, ঘরের কাজের মধ্যে ঘরের লোকে ঘরের মেয়েদের অতিপরিচিত ভাবে দেখলে তাতে যথার্থ দেখাই হয় না। নিজেদের গার্হস্থ্য প্রয়োজনের বাইরে আমরা দেশের মেয়েদের যদি দেখতে পেতুম তাহলে আমাদের স্বদেশের সৌন্দর্য্য এবং সম্পূর্ণতাকে আমরা দেখতুম দেশের এমন একটি মূৰ্ত্তি দেখা যেত যার জন্তে প্রাণ দেওয়া সহজ হত—অন্তত, তাহলে দেশের মেয়েরা যেন কোথাও নেই এরকম ভুল আমাদের কখনই ঘটুতে পারত না। আমি জানি ইংরেজের সমাজের কোনো রকমতুলনা করতে গেলেই তুমি আগুন হয়ে উঠবে—আমি তা করতে চাইনে—আমি জানিনে ঠিক কতটা পরিমাণে এবং কি রকম ভাবে আমা দের মেয়েরা সমাজে প্রকাশ পেলে তাদের মৰ্য্যাদা লঙ্ঘন - না হয় কিন্তু এটা স্বীকার করতেই হবে মেয়েরা প্রচ্ছন্ন থাকাতে . আমাদের স্বদেশ আমাদের কাছে অৰ্দ্ধ-সত্য হয়ে আছে— আমাদের হৃদয়ে পূর্ণপ্রেম এবং পূর্ণশক্তি দিতে পারটে না। ’ গোরা। তুমি একথাটা সম্প্রতি হঠাৎ আবিষ্কার করলে কি করে ?