পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Չb-t এনেছিল বহি তাৰ মহা কোলাহল করুণ বিজয়ী গীতি-শতেক চঞ্চল চরণ-রাজীব হ’তে মধুর নিক্কণ আপনি উঠিয়াছিল বিশ্ববিমোহন । সেই দিন, সেই স্নিগ্ধ নৈশাকাশ তলে মাঙ্গর বাধিয়াছিল তপ্ত বক্ষস্থলে এ মোর পঙ্কিল হৃদি আলিঙ্গন ডোরে, কোথা তারা আজি ? কোন দূরদৃষ্ট মোরে আনিয়াছে এ প্রবাসে ? দূরে যাই যত ব্যবধান বাড়ে--আরো মৃণালের মত দীর্ঘ হয় যোগসূত্র মম হৃদয়ের । সেই বিজয়ার রাতে সমগ্র বিশ্বের একখানি অকম্পিত ছবি অতুলন পূর্ণ করেছিল মোর কুটার প্রাঙ্গন। রসাল তমাল তাল মোন সভাতলে নিতেছিল শির পাতি আশীৰ্ব্বাদছলে শরদিন্দু করজাল নীরব-গৌরবে । রুদ্ধদ্বার উটজের অধিবাসী সবে মুক্ত বাতায়ন পাশে করিয়া শয়ন নিদ্রার কোমল ক্রোড়ে ছিল অচেতন । শেফালি চরণমূলে অভিমান করি সন্ধ্যা হ’তে অবিরাম পড়েছিল ঝরি শেফালিকা রাশি রাশি ছিমগন্ধময় ; নৈশবায়ু সনে তার প্রেম-পরিচয় হতেছিল ক্ষণে ক্ষণে, মান অভিমান-- বিরহ মিলন, হাসি অঙ্গর নিদান। মাধবীবিতান কোথা, রজনীগন্ধার শ্বেতকান্তি সমুজ্জল, সৌরভসম্ভারবিনিদ্র বাদককণ্ঠে সানায়ের সুর নাহি আসে দূত্ৰ হ’তে, এ নির্জন পুর পূর্ণ করিবারে আধ্য স্বপ্ন-জাগরণে ? হেথাও প্রতি আজি খাম আস্তরণে ঢাকিয়াছে দেহখানি–কিন্তু কোথা তার করুণ উৎসব গীতি, প্রতি অর্ঘ্যভার । ৭ম ভাগ । অযাচিত ? আজো হেথ দীপ্ত দীপশিখা . কঁাপিছে সমীর সনে ; বিশাল দীর্থিক রহিয়াছে স্থির হয়ে বিজন সন্ধ্যায়। পূর্ণ জগতের শুধু আধখানা ছায় পড়ে আছে হেথা ; আছে শুধু প্রকৃতির খাম স্নিগ্ধ ছবিখানি স্থির সুগম্ভীর অম্লান উজ্জ্বল! কোথা চঞ্চল মুখর জনস্রোত, জগতের মনোহরতর , আর আধখানি ? হৃদয় চুয়ার খুলি’ অতীতে বসিয়াছিমু বর্তমান ভুলি ; চাহিলাম যবে পুনঃ আপনার পানে বিষম বেদন আসি বাজিল পরাণে ; দেখিকু নীরব নিশি সুখ দুঃখ হীন হাসি গল্প গীত গান অতাতে বিলীন । ত্রইন্দুপ্রকাশ বন্দ্যোপাধ্যয় । প্রবাসী বাঙালীর কথা । ছুরধিগম্য হিমাচল উত্তরণ পূৰ্ব্বক যে বাঙালী ইংরাজ শাসনকালে প্রথম অজ্ঞাতপূৰ্ব্ব নেপাল রাজ্যে কৰ্ম্মব্যপদেশে গমন করেন তাহার নাম কেদারনাথ চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়ী কলিকাতা তালতলায় । তিনি ১৮৪৭ সালে কলিকাতায় জন্মগ্রহণ করেন। হিন্দুস্কুল ও প্রেসিডেন্সি কলেজে বিদ্যাভ্যাস করিয়া ১৮৭১ সালে বি, এ, এবং ১৮৭২ সালে বি, এল, পরীক্ষায় উত্তীর্ণ হইয়৷ নেপাল রাজদরবারে মহামন্ত্রী মহারাজা সার জঙ্গ বাহাদুরের এবং তাহার ভ্রাতা জেনারেল ধীর সমসের জঙ্গ রাণা বাহাদুর সেনাপতির পুত্রদিগের শিক্ষক নিযুক্ত হইয়া নেপাল যাত্রা করেন। তিনি নেপালে গিয়া পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত করেন এবং তাহারই উদ্যোগে নেপালে দরবার স্কুল ও ংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। আধুনিক প্রায় সকল পদস্থ রাজকৰ্ম্মচারীই চট্টোপাধ্যায় মহাশয়ের নিকট শিক্ষিত। নেপালের বর্তমান মহামন্ত্রী ও মার্শাল ঐযুক্ত মহারাজ সার চন্দ্র সমসের জঙ্গ রাণা বাছাছুর বাল্যাবধি তাহার নিকটেই