পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. ২য় সংখ্যা । ] শীত গ্রীষ্ম উভয় কালেষ্ট আমাদিগকে পোষাক বিষয়ে খাটি স্বদেশী থাকিতে হইলে দেশে পশম উৎপাদন ও দেশের লোকের দ্বারা তাহা বুনাইবার চেষ্টা করিতে ইষ্টবে। তবে আর এক উপায় হইতে পারে। আমরা অনায়াসে তুলভরা জামা ও পাঞ্জাম পরিতে পারি । ফ্যাশনের ব্যত্যয় হয় না, এরূপ সুন্দর তুলাভর জামা এবং পাজামাও প্রস্তুত হইয়া থাকে । হাল্কা ও নরম বলিয়া ইহা পরিতেও বেশ আরাম । আমাদের দেশে এখন সুন্দর সুন্দর ছুরী কাচি ইত্যাদি প্রস্তুত হইতেছে। গবর্ণমেণ্টের ও রেলওয়ে কোম্পানীদের কারখানায় যথাক্রমে কামান বন্দকাদি অস্ত্রশস্ত্র, এবং রেলগাড়ী চালাইবার এঞ্জিনাদি হইতেছে। কার্যকর দেশী, সুতরাং ভারতে এ সবই হইতে পারে। তাত মহাশয়ের লোচার খনির কাজ আরম্ভ হইলে বিদেশ হইতে আমদানী লোহার পরিবর্তে দেশী লোহা ইস্পাত ও পাওয়া যাইবে । কিন্তু ছুরী কাচি তরবারি কামান বন্দুক এঞ্জিন বৈজ্ঞানিক যন্ত্রাদির কারখানা আমাদের নিজের কখন হষ্টবে ? বিলাতী লবণ পরিত্যাগ করা খুব সহজ। কারণ করকচ লবণ দামেও সস্তা এবং যথেষ্ট পাওয়া যায়। বিদেশী চিনি দেশী চিনি অপেক্ষ অনেক সস্তা এবং দেখিতেও উজ্জ্বল ও পরিষ্কার । এইজন্ত অনেকে বিদেশীই ব্যবহার করেন । যাহারা বেশী দাম দিয়াও দেশী চিনি খাইতে প্রস্তুত, দোকানদারের অনেক স্তলে তাহাদিগকে লাভের আশায় দেশী বলিয়া বিদেশী চিনি দিয়া ঠকায় । কেবল গুড় খাওয়া একটা উপায় বটে ; কিন্তু গুড়ও বিদেশ হইতে আসে ও জাভার লাল চিনিকে গুড়ে পরিণত করিয়া দেশী বলিয়া ਊੀ করিলে লাভ থাকে। র্যাহারা চিনি প্রস্তুত করিবার বৈজ্ঞানিক উপায় জানেন তাহারা বলেন যে ভারতেও ভাল জাতীয় আখের বৈজ্ঞানিক প্রণালীতে চাষ করিয়া কারখানা স্থাপন করিলে এবং দেশী লোকদ্বারা চালাইলে ( সাহেব হইলে চলিবে না, কারণ তাহার বেশী বেতন চায় ) দামে বিদেশীর সঙ্গে টক্কর দেওয়া চলে। এ বিষয়ের বিশেষ বৃত্তান্ত মে মাসের মডার্ণ রিভিউ পত্রিকায় দ্রষ্টব্য। বর্তমানে যে সকল আধুনিক প্রণালীর চিনির কারখানা আছে, তন্মধ্যে কানপুর ও সাজাহানপুর এবং স্বদেশী ও বহিষ্কার । . సెసి -- سیع به هم-مع ۶۳۰۰ ، یه****** = বেঙ্গার প্রদেশের গুলি ইংরাজদের । দেশী কারখানা আছে । • . মোটকথা, কাপড়, চিনি, কিম্বা আর যাহাই বলুন, কেবল বর্জননীতিতে সমস্ত কাজ হইতে পারে না । সঙ্গে সঙ্গে উৎকৃষ্ট প্রণালীতে ভাল সস্তা জিনিষ উৎপাদনও করিতে হইবে। বিদেশী বর্জন আন্দোলনের আমরা পক্ষপাতী ; কিন্তু উষ্ঠাতেই আমাদের শক্তির অধিকাংশ নিয়োগ করা উচিত ভারতবর্ষের কোন কোন প্রদেশের লোক একদিকে বলিতেছে যে বাঙ্গালী কেবল বকিতেছে ও বর্জন করিতেছে কিন্তু উৎপাদন করিতেছে না, অপর দিকে উহারাই বাঙ্গালীর বকা ও বর্জনের ফল ভোগ করিতেছে—দেশী জিনিষ প্রস্তুত করিয়া । আমাদের বাকৃসৰ্ব্বস্ব বলিয়া বদনামও হইতেছে, এবং আমাদেরই সমালোচকগণ আমাদের বাক্যের দ্বারা আমাদের পকেট হইতে টাকা লষ্টয়া ধনবান হইতেছে, এ দৃশু বোধ হয় আমাদের পক্ষে প্রতিকর বা গৌরবজনক নহে । মহে । ཅ་རྣ༣ ایسی بیبیسی عمreعreتع=ععاعهده স্বদেশী ও বহিষ্কার। "হা ধিক্‌! হা ধিক্ । দেব, অদিতিপ্রসুত । হরভোগ্য স্বর্গ এবে দমুজের বাস ! নির্বাসিত স্বরগণ রসাতল ভূমে, অবসন্ন, তেজঃশূন্ত, অশক্ত, অলস।” “বলহে আমরগণ—ফল প্রকাশিয়া এইরূপে চিরদিন থাকিবে কি হেথ ? চির অন্ধতম পুরী এ পাতাল দেশে, দমুজের পদচিহ্ন ললাটে আঁকিয় ?” বৃত্রসংহার। “Small islands, not capable of protecting themselves, are the proper objects for Kingdoms to take under their care; but there is something absurd in supposing a continent to be perpetually governed by an island.” Thomas Paine. যাহার স্বদেশ আছে তাহারই পক্ষে স্বদেশী খাটে, স্বদেশ লইয়া মাতামাতি করিবার তাহারই অধিকার আছে। যাহার স্বদেশ বলিয়া দাবী করিবার কিছুই নাই, কোন ভূমিখণ্ডকে স্বদেশ বলিয়া দাবী করিতে গেলেই অমনি বিদেশী আসিয়া চোখ রাঙ্গাইয়া নাকের সন্মুখে তরবারি ঘুরায়, তাহার স্বদেশী—তাহা যতই কেন হনেই হউক