ap* “Beauty, Good, and Knowledge, are three sisters.” “to look om noble forms Makes noble thro’ the sensuesas organisìn . . . That which is higher."--7cmmyson. ৭ম ভাগ । | ভারতের স্বরাষ্ট্র । “It is liberty alone that fits man for liberty."—Gladstone. * “Good Government could never be a substitute for Government tHemšgyes.”-- IBanner**na m. যদি কোনও পক্ষিকুলসমাবৃত নিৰ্জ্জন প্রদেশে হঠাৎ শবা করা যায় তবে যেমন চারিদিক হইতে কিচির মিচির ধান উত্থিত হইয়া কৰ্ণ বধির করিয়া তুলে, ত্ৰিশ কোট জনসমাকীর্ণ ভারতের এই মনুষ্যহীন প্রদেশে নৌরোজী মহাশয়ের “স্বরাজ" শব্দওঁ, তেমনই একটী বিকট কোলাহল উৎপন্ন করিয়াছে। কেহবা ভয় পাইয়া কোলাহল করিতেছেন, কহ বা অর্থ নৃ বুঝিয়াং চীৎকার করিতেছেন, কেহ বা অনর্থ ভাবিয়া গোল করিতেছেন, কেহ বা অর্থ বুঝাইতে Iাইয়া হত-ইতি-গজঃ” করিয়া সারিতেছেন। কিন্তু কিলেরই মুখে ‘স্বরাজ । স্বরধ্ব কথাটা বঙ্গদেশে নুতন হইলেও ধষয়টা বঙ্গদেশের কাছে নূতন নহে। বিগত পাঁচ বৎসর কাল আর্মর পূর্ণ স্বায়ত্তশুাসনের দাবী শুনিয়া আসিতেছি। ইংরাজ ইংলওে যে স্বায়ত্তশাসন ভোগ করে আমরাও সেই & o .ھنٹھہرا.&٦ by the people | বৈশাখ, XいこのX8 | | >ཝ་ཤ་ཝn স্বায়ত্তশাসন চাই, ষ্টতার কমে আমরা কিছুতেই না এবং ইহার কমে আমাদের কল্যাণ নাই—অর্থাৎ ইংরাজ ইংলণ্ডে যেমন স্বাধীন আমরাও সেইরূপ স্বাধীনত চাই, এই কথা ইতিপূৰ্ব্বে পুনঃপুনঃ শুনিয়াছি। কেউ বা গ্রাহ করিয়াছেন, কেউ বা হাসিয়া উড়াইয়া দিয়াছেন, কেউ বা ইহাকে যুবজনস্থলভ মস্তিষ্কবিকারের ফল বলিয়া ঘোষণা করিয়াছেন । কিন্তু যখন রাজনীতিক্ষেত্রে পক্ককেশ অশীতিপর বুদ্ধ জাতীয় মঙ্গসমিতির উচ্চ সিংহাসন হইতে ঘোষণা *f;to “Swaraj like that of the United Kingdom” তখন আর উই উপেক্ষণীয় রহিল না। তখন বজ্রপাণি লওন টাইম্স্ মরচে ধরা তরবারীথানি ঘসিয়া মজিয়া বাহির করিয়া বলিলেন “তরবার সাহায্যে ভারত জয় করা হইয়াছে, তরবারী যোগেই তাহ রক্ষিত হইবে।” কথাটা যে মিথ্যা তা টাইম্সও জানে, আমরাও জানি । এবং ত্রিশ কোট লোক যদি স্বরাজ চায় তবে তাঁহাতে বাধা উৎপন্ন করা কাহারও সাধ্যায়ত্ত নহে, তাহাও বজ্রপাণি মহাশয় জ্ঞাত আছেন, তাই জন্মের শোধ একবার তরবারীখান ঘুরাইয়া লইলেন। যাহা হউক, স্বরাজ আর এখন স্বপ্নরাজ্যের কথা নয় বা মস্তিষ্কবিকারের ফল , নয়। তবে আমাদের নরম (moderate) মহাশয়রা ‘’ rিder
পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।