পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইলে ছুইটি বিষয়ে মনোযোগ আবগুক—(১) সবত্ব পরীক্ষার २२७ দ্বারা ক্ষেত্রে বাঞ্ছিত গুণসম্পন্ন চারাগুলিকে নিৰ্ব্বাচন করা এবং (২) সেই চারাগুলিকে বীজের জন্য রক্ষা করা । এবং অপছন্দ অকৰ্ম্মণ্য নিকৃষ্ট চারার পুষ্পপরাগ যাহাতে নিৰ্ব্বাচিত চারাগুলির পুষ্পমধ্যে নিষিক্ত হইয়া সাস্কৰ্য উৎপাদন না করিতে পারে এজন্য হাল্কা অথচ দৃঢ় কাগজের ঠুঙ্গি তৈয়ার করিয়া নিৰ্ব্বাচিত চারার ফুলগুলিকে ঢাকিয় দেওয়া । ইহাতে বহিঃসঙ্গম নিবারিত হইলে আত্মরমণ দ্বারা তামাকের যে বীজ উৎপন্ন হইবে তাহ সাঙ্কৰ্য্য-বিরহিত ও বাঞ্ছিত গুণসম্পন্ন হুইবে । আমেরিকার চাষবিভাগের বিজ্ঞাপনে এই বিষয়ে অনেক মূল্যবান উপদেশ প্রদত্ত হইয়াছে, তাহার সামান্য অংশের ভাবার্থ মাত্র এখানে লিখিত হইতেছে । কৌতুহলী পাঠক বা ইচ্ছুক চাষী সেই বিজ্ঞাপনের কপি পাইতে অভিলাষী হইলে নিম্নলিখিত ঠিকানায় আবেদন করিলে পাইবেন :– B. T. Galoway Esq., Chief of the Bureau of Plant Industry, Department of Agriculture, Washington, U. S. A., for a copy of the Bulletin No. 96 on the subject of “Tobacco Breeding.' যে ক্ষেত্রে তামাক প্রতিবৎসর উৎপন্ন হয়, সেই ক্ষেত্রের কোনো অংশ অনুৰ্ব্বর হইলে চাষা তাহ সহজেই ধরিতে পারে এবং সার দিয়া বা চাষের পাইট করিয়া জমির সে দোষ সংশোধন করিয়া লওয়া যায় । জমি সৰ্ব্বত্র সমান উৰ্ব্বর হইলেও তামাকের চারা পর্যবেক্ষণ করিয়া দেখিলে বুঝা যায় যে সৰ্ব্বত্র চারা ঠিক এক প্রকারেরই হয় না। তামাক পাতার সংখ্যা, আকার, পাকিবার সময়, ফুলের গঠন ও জাকার প্রভৃতি সফল গাছে সমান দেখা যায় না । সমগুণসম্পন্ন তামাক পাতা উৎপন্ন করিবার পক্ষে এই সকল ব্যাঘাত উপেক্ষণীয় নহে। তামাকপাত বিভিন্ন প্রকারের উৎপন্ন হইলে, একত্র বিক্রয় করিলে দাম হয় না, বাছিয়া বিক্রয় করিতে গেলেও খরচ ও শ্রম পোষায় না । অতএব একই ক্ষেত্রে যাহাতে একইবিধ তামাকপাত উৎপন্ন হয় ठांशंब्रहे ८कटैों कब्रां ॐफ्रेिष्ठ । তামাকপাতায় অসমতার প্রধান কারণ, পারস্পরিকशुष । डैडिच्च ख१ाज्ठ७ औब अश्रटडङ्ग मख *१ ७ ।ौ জাতির সঙ্গম ব্যতিরিক্ত সন্তান উৎপন্ন হয় না । পুং পুষ্পের

                  • های ه» تعبیه به همه میدههاه

পরাগ স্ত্রী পুষ্পের গর্ভ কেশরে নিষিক্ত AASAASAASAASAASAA इहेरण नखांमञ्थ१ অর্থাৎ বীজ জন্মে। পারম্পরিকসঙ্গম মানে এক গাছের পুং পুষ্প হইতে পরাগ আসিয়া অন্তগাছের স্ত্রী পুষ্পে নিষিক্ত হওয়া । পারস্পরিকসঙ্গমোৎপন্ন উদ্ভিদ সাস্কৰ্য্য প্রাপ্ত হয়, সস্তান পিতা বা মাত কাহারে মতনই হয় না । এজন্ত সঙ্করবীজ ফসলের সমতা পাইবার পক্ষে বিঘ্নকারী । ক্ষেত্রে পতঙ্গ বা বায়ু দ্বারা এক ফুল হইতে অন্ত ফুলে পরাগ বাহিত হয় ; যে সকল চার অকৰ্ম্মণ্য তাহার সহিত ভালো গাছের সঙ্গম হইলে সঙ্কর সন্তান উদ্দেশু-উপযোগী ভালো হয় না। দুইটি ভালো গাছের সঙ্গমোৎপন্ন সস্তানও অনেক সময় অকৰ্ম্মণ্য হইয়া পড়ে। ভালো ভালো কয়েকটি চারার ফুল রাখিয়া সকল গাছের ফুল ফুটিবার পুৰ্ব্বেই কুড়ি থাকিতেই ভাঙ্গিয়া দিয়াও নিস্তার পাওয়া যায় না । অন্ত চারার হয় ত একটি অসময়ে ফুল ফুটিয়া সকল গাছগুলিকে নষ্ট করিয়া দেয়। এইরূপ পারস্পরিকসঙ্গম দ্বারা বহুবিধ চারা উৎপন্ন হইতে দেখা যায় । তামাকের অসমতার আর একটি কারণ অপোক্ত বীজ ব্যবহার । বীজ ভালো করিয়া পাকিবার পূৰ্ব্বেই ফসল কাটিয়া ফেলা হয়। অপোক্ত বীজগুটিগুলি কুটিয়া থেতো করিয়া বা হাতে রগড়াইয়া বীজদানাগুলি বাহির করা হয় । পোক্ত বীজের সহিত অপোক্ত বীজ মিশিয়া যায় ; সেই মিশ্রিত বীজ উপ্ত হইলে প্রথমে আপোক্ত বীজ হইতেই সতেজ চারা নির্গত হয় ; এবং যে চারা প্রথমে নির্গত হয়, তাহাই উঠাইয় ক্ষেত্রে পুনর্বপন করা হয়। এই চারার পাতা ছোট, কর্কশ, কুরকুটে ও অকৰ্ম্মণ্য হয়। অপোক্ত বীজের চারা নানাবিধ রোগ ও বিপত্ত্বিদ্বারাও আক্রান্ত হইয়া থাকে। জমিতে অত্যধিক সার প্রয়োগ করিলেই তামাকপাতার অসমতা ঘটে। সারালো জমির পাতা খুব বড় হয়, কিন্তু ং, গন্ধ ও তেজ ভালো হয় না। সার দিয়া প্রচুর ফসল পাইবার ইচ্ছা করিলে বীজনিৰ্ব্বাচনে বিশেষ সতর্ক না হইলে বাঞ্ছিত ফসল পাওয়া দুষ্কর । - জমি বা আবহ-অবস্থার পরিবর্তনেঞ্চ তামাকপাতায় অসমতা ঘটে। গরম দেশ হইতে শীতের দেশে বীজ লইয়া গেলে ফসল সমান হয় না । কয়েক বৎসর ধরির বীজগুলিকে ञांदङ्-अङाछ कब्रिब्र गईष्ण *ग्न बॉहिङ कश-*ांeङ्ग बांग्र।