পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা । ] উন্নতির আশা নাই।” অপর পক্ষ অর্থাৎ রক্ষণশীলদল সম্রাটকে বুঝাইতে চেষ্টা করিল যে “সাম্য” নীতি রাজ্যের প্রকৃত মঙ্গলের পস্থা, তাহা পরিত্যাগ করিলে রাজ্য ছারখার হইয়া যাইবে । কারণ উন্নতিশীলগণ যাহা বলিয়াছেন তাহ উন্নতির পক্ষে অতি দ্রুত গতি । এই দুই বিরুদ্ধ পক্ষের মতের সংঘর্ষে সম্রাটের শাসননীতি যেন চূর্ণ হইবার উপক্রম হইল । তখন রাজ্যের আর একদল লোক ভবিষ্যদ্বিপদ গণিয়া বৃদ্ধ রাণীর শরণাপন্ন হইয়া পুনরায় তাহার নিজ হস্তে শাসনদণ্ড চালনা করিবার জন্ত প্রার্থনা জ্ঞাপন করিলেন । তিনি পুনৰ্ব্বার শাসন কার্য্যের ভার নিজহস্তে ভাবও প্রকাশ করা হইল । সমাজ্ঞী এই তৃতীয় পক্ষের প্রস্তাব স্বহস্তে পাষ্টয়া নিজে পুনরায় রাজকাৰ্য্য চালাইতে সম্মত হইলেন এবং সম্রাট বাধ্য হইয়া বুদ্ধারাণীর আদেশামুযায়ী কার্য্য করিতে স্বীকার করিলেন। অতঃপর সম্রাট এক ঘোষণাপত্রদ্বারা প্রচার করিলেন যে “রাজমাতা বৃদ্ধারাণী পূৰ্ব্বে মহা বিপদের সময় দুইবার নিজ হস্তে অতি দক্ষতার সহিত শাসনকাৰ্য্য সম্পন্ন করিয়াছিলেন, তিনি এখন পুনরায় নিজহস্তে শাসনভার গ্রহণ করিলেন। তিনি পূৰ্ব্বে itহা করিয়াছিলেন তাহ রাজ্যের মঙ্গলের জন্তই। আমি তাঙ্গর পরামর্শানুযায়ী কাৰ্য্য করিতে সন্মত ইলাম এবং আমি এ বিষয়ে তাহার সম্মতি গ্রহণ করিয়াছি।” সম্রাট সিংহাসনচ্যুত হইলেন না বটে কিন্তু ইtহার হস্ত হইতে ক্ষমতা অপসরণ করা হইল। তিনি দ্ধারাণীর পরামর্শাকুযায়ী কাৰ্য্য করিতে বাধ্য হইলেন । স্কা সম্রাজ্ঞী যে বিষয়ে অনুমতি দিবেন না তিনি তাহ চরিতে পরিবেন না। এই ঘটনাকে সাহেবরা ১৮৯৮ ষ্টাব্দে Coupe detat বলিয়া উল্লেখ করিয়া থাকেন। সমীজী উন্নতিশীল ও রক্ষণশীল উভয় দলের কৰ্ম্মচারিশকে স্বার্থাম্বেষী মনে করিয়া কাৰ্য্য হইতে বরখাস্ত করিলেন। যে সকল সংস্কারপ্রার্থ উন্নতিশীলগণ ধৃত হইল তাহাগৈকে সরাসরি বিচার করিয়া রাজদ্রোহের অভিযোগে গহারে প্রণদও করিলেন, কাহাকেও খু যাবজীবন পাৰ্ত্তর পাঠাইলেন এবং কাহারো কাহারে বা অতি মঠুরতার সহিত শাস্তি বিধান করা হইল। সম্রাটের মণিমঞ্জীর । ミQ・ শিক্ষক একজন উন্নতিশীল দলভুক্ত ছিলেন, তাহাকে শিক্ষক বলিয়া, তাহার প্রাণদণ্ড না করিয়া নিৰ্ব্বাসন দণ্ড প্রদানকরিলেন। কারণ শিক্ষক পিতৃস্থানীয়। সেইজন্ত সম্রাটের শিক্ষক কোন গুরুতর অপরাধ করিলে তাহার প্রাণদণ্ড হয় না । সমাজ্ঞী ও “সাম্য”বাদিগণের এই ভাব উন্নতির বিরুদ্ধ পথ ; বিদেশীগণ উন্নতিশিলগণেব প্রতি প্রগাঢ় সহানুভূতি দেখাইতে লাগিলেন । র্তাহারা মনে করিতে, লাগিলেন বৃদ্ধfরাণীর এই ভাব বিদেশীবিদ্বেষসূচক । কেহ কেহ মনে করেন “কোয়াং-ইউ-ওয়েই” প্রমুখ স্বার্থাম্বেষী সংস্কারকগণের মতে চলিয়া রাজ্যসংস্কারকার্য্য দ্রুত গতিতে চলিলে রক্ষণশীল চীনজাতির মধ্যে আন্তৰ্ব্বিদ্রোহ উপস্থিত হইয়। রাজ্য ছারখার হইবে । কিন্তু আমার নিকট একথা অযৌক্তিক বলিয়া বোধ হয় । কারণ পরবর্তী ঘটনা সকল দ্বারা তাহ স্পষ্ট বুঝা যাইতে পারে। সেই সময়ে যদি সংস্কারকার্য্য আরম্ভ হক্টত তাহ হইলে হয়তঃ ১৯০০ খৃষ্টাব্দে বক্সার বিদ্রোঙ্গ সংঘটিত হইত না । কেন না এই হইতে পারিত। তখন যে যে প্রস্তাবিত সংস্কারের জন্তা রাজ্যে বিপদ আশঙ্কা করা হইতেছিল, সেই সেই সংস্কার রুশ জাপান যুদ্ধের পর অতি দ্রুতগতিতে আরম্ভ হইয়াছে। সম্রাঞ্জী নিজেও যে ভ্রম বুঝিতে না পারিয়াছেন এমন নহে। তাই তিনি এখন বিদেশীদিগকে অপেক্ষাকৃত অধিক ভাল বাসিতে আরম্ভ করিয়াছেন। বিদেশিগণের যাহা ভাল তাহা গ্রহণ করিতে কুতসংকল্প হইয়াছেন। - [ ক্রমশঃ ] শ্রীরামলাল সরকার । মণিমঞ্জীর । ( প্রবেশক । ) পঞ্চনদের কেকয় রাজ্যে বসন্তোৎসবের মহা ঘটা লাগিয়াগিয়াছে বিপাশার তটাবস্থিত পুরোপকণ্ঠোপবন মকরন্দোপ্তানে উদ্যোগ আয়োজনের সীমা নাই। পুষ্পপল্লবশোভিত উদ্যানতোরণে বিচিত্রবর্ণরঞ্জিত চীনাংশুক-কেতু মন্দবাতান্দোলিত