পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\О о е এইরূপ নির্ভীক সেবকের প্রয়োজন। আমাদের স্বাধীন হওয়া একান্ত আবশ্বক, আমরা নিশ্চয়ই স্বাধীন হইব ; এবিষয়ে আমরা তাহার সহিত এক মত। কিন্তু তিনি, প্রবল আকাঙ্ক্ষা ও উৎসাহভরে, ভারতবর্ষ যত শীঘ্র, যত সহজে এবং ষে উপায়ে স্বাধীন হইতে পারে, মনে করেন, আমরা তাহা মনে করি না । ভারতবর্ষের স্বাধীনতালাভ অত্যন্ত কঠিন ও জটিল সমস্ত । আমাদের পূর্বপুরুষদের বহশতাব্দীর ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও ধৰ্ম্মসম্বন্ধীয় অপরাধে আমাদের মনে ও পায়ে যে বেড়ি পড়িয়াছে, তাহা একদিনে ভাঙ্গিবীর নয়। তিনি যে উপায় অবলম্বন করিতে বলেন, দেশ তাহার জন্ত, অন্তরে বা বাহ উপকরণে, কোন দিকেই, প্রস্তুত নয় ; তাহার কোনই আয়োজন নাই। যখন দুইপক্ষে যুদ্ধ হয়, তখন উভয়পক্ষেই মন্ত্রগুপ্তির বিশেষ প্রয়োজন হয়। সমুদয় বন্দোবস্ত ঠিক্‌ না করিয়া যে পক্ষ যুদ্ধঘোষণা করে, কিম্বা আপনার কার্য্যপ্রণালী ও জয়লাভের উপায় প্রকাশ করে, তাহাকে লোকে বিচক্ষণ মনে করে না। পরাধীন জাতির স্বাধীনতালাভের চেষ্টাও এক প্রকার যুদ্ধ। প্রবাসী । SAASAASAASAASAASAASAASAASAASAAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS [१थ डाँभ। م،.حه:م٫٫هحميده،...ه٠ هم....-۰۰، ইহাতেও মন্ত্রগুপ্তির বিশেষ প্রয়োজন। ইহার জন্তও প্রস্তুত इ७ब्रां कांहे, हेशंग्न७ श्रांtब्रांछन कांहे। भल्लसरिठं कांशृङ्गसङ1, মহে, অসময়ে যুদ্ধঘোষণা বীরত্ব নহে, এবং আস্ফালন ত কোন কালেই বীরের ধৰ্ম্ম নহে। দুঃখের বিষয়, চা’লে ভুল আমাদের অনেকদিন হইতেই হইয়া আসিতেছে। ভূপেন্দ্রনাথ যেরূপভাবে লেখনী চালনা করিয়াছেন, তাহার দুই প্রকার সার্থকতা আমরা স্বীকার করি। (১) আর কোন উপায়ে না হইলে, শেষে যে উপায়ে ভারত- . বাসীকে স্বাধীন হইতে হইবে, এখন হইতে তাহার জন্য ভারতবাসীর মনকে প্রস্তুত করা। (২) কেবল সাহসের জন্যই সাহসিকতা প্রদর্শনেও জাতীয় চরিত্রের উপকার হয়। যেমন মনে করুন, অনেক বৎসর হইতে ইংলণ্ডের ডোভার হইতে ফ্রান্সের ক্যালে পর্যন্ত ১৮ মাইল পরিমিত সমুদ্র সন্তরণ করিবার চেষ্ট হইতেছে। চেষ্টা সফল হইলে কাহারও কোন লাভ নাই। কিন্তু এবম্বিধ সাহসের কাজে জাতীয় চরিত্রে বীরত্ব সঞ্চারিত, সংরক্ষিত ও বৰ্দ্ধিত হয়। ৬১,৬২নং বৌবাজার ট্রট, কুন্তলীন গ্রেস হইতে শ্রীপূর্ণচন্দ্র দাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত