'88 . . . . . / সৰ্ব্ব আশা, সৰ্ব্ব ইচ্ছ, সৰ্ব্ব মান-অভিমান একাস্তে ত্যজিয়া, অনন্ত ধৈর্যের ভরে, আত্মচারী হ’য়ে তুমি পরার্থ চিন্তায় জীবন সঁপিয়া দেছ আপনারে ব্যাপ্ত করি’ অনন্তের গায় । শতরূপে, চারিদিকে ঘৃণিত সংসার-মাঝে বৃথা, অকারণে তীব্র, তীক্ষ অপমান,—অজস্র উপেক্ষারাশি অশ্রাস্ত বর্ষণে তোমা’পরে ঝরে নিতা ; তবু, তুমি দয়াময়ি, কিছু নাহি গণি', অন্তহীন ক্ষমাভরে তুচ্ছ করি সে সকলি —হে মোর জননি, করুণা করিয়া সবে অসীম স্নেহেতে শুধু সেবিতেছ সুথে । এত যে দুঃসহ, ঘোর অবিচার ; তবু, মাগো, কথা নাহি মুখে । আপনারে বিস্মরিয়া--রাথি কোন অন্তরালে, পর-হিত-তরে মৌন কৰ্ম্মে রত সদা,–পালিছ নিষ্কাম-ধৰ্ম্ম অনন্ত অস্তরে । ওরে চির-উপেক্ষিত, অনাদৃত পারিজাত, কল্যাণী প্রতিম, কলুষ-তিমিরাবৃত এ সংসার দীপ্ত করি স্বৰ্গীয় মচিমা g বিছুরিছ বিশ্বে তুমি—মহান চরিত্রে তব স্নিগ্ধ মধুময় ! আজি তাই, ভক্তিভরে চরণে লুটায়ে মাগো, গাহি তব জয় । অতুল-স্বন্দর এই চির-স্থির রূপরাশি ভিতরে বাহিরে,— হেন সৌম্য, হেন শুদ্ধ, এ হেন আদর্শ নাহি বিশ্ব-চরাচরে ! প্রলোভন হ’তে দুরে—বিজনে, অরণ্য-কোণে প্রবাসী । [ ৭ম ভাগ যোগী কি বৈরাগী সংযমিতে আত্ম মন-যে সাধন-সিদ্ধি লাগি নিত্য রহে জাগি” ;– তুমি এ সংসারে থাকি, শত প্রলোভন-মাঝে সদা বিচরিয়া, অচ্যুত ধৈৰ্য্যের বল, অসীম সংযম ভরে আত্ম-সম্বরিয়া, সেই মতা-সাধনায় মঙ্গীয়সী দেবীরূপে সিদ্ধি লাভ করি’, পাপাৰ্ত্ত এ লোকালয়ে পবিত্র আদর্শ রূপে, আছ দেহ ধরি’ । qa ওগো পুণাময়ী দেবি, অয়ি মুক্তিমতী প্রতি, দীপ্তি মনোগুরা, প্রণমি ও পদযুগে যাঙ্গর মঙ্গল-স্পর্শে শুচিস্মিত। ধরা ! শ্ৰীদেবকুমার রায়চৌধুরী। চন্দনাথ ।" চন্দ্রশেপরের অভ্ৰভেদী সামুদেশে দাড়ায়ে উন্নত শিরে, মহান গম্ভীর চন্দ্রনাথ শ্ৰীমন্দির, সম্মুখে অসীম অপার অনস্ত নীল নীরধি চঞ্চল,— ফেনপুঞ্জ বক্ষে নিয়ে কল কল নাদে বহিতেছে, গিরি বন করি মুখরিত। উত্তাল তরঙ্গ তুলি কল্লোলি সাগর আরাধিছে, গিরিস্থতা সহ বিশ্বনাথে। শীকর-মিগধ মৃদু মন্দ গন্ধবহ বীজনিছে চন্দ্রনাথে, নিশি দিন সদ। তুষ্ট পাশ্বে গিরিমালা আছে দাড়াইয়া উন্নত শিখরে, শোভা অপূৰ্ব্ব অতুল, বিটপ বল্লরীকুল ঘন সমাবেশে, পশ্চাতে বিস্তৃত শস্য-শু্যামল প্রাস্তরে অগণিত গ্রামাবলী, পাদপ নিচয়ে R -م সমাবৃত ; সুশীতল শুাম ছায়াময়।
পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।