পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
৮৪

মাঝে মাঝে দেখে যেয়ো শূন্য বাতায়ন,
সে মোর শূন্য বাতায়ন॥
বনের প্রান্তে ঐ মালতীর লতা
করুণ গন্ধে কয় কী গোপন কথা।
ওরি ডালে আর-শ্রাবণের পাখী
স্মরণখানি আনবে না কি,
আজ-শ্রাবণের সজল ছায়ায় বিরহ মিলন,
আমাদের বিরহ মিলন॥

১২

কেন আমায় পাগল করে যাস্
ওরে চলে-যাওয়ার দল॥
আকাশে বয় বাতাস উদাস
পরাণ টলমল॥
প্রভাত তারা দিশাহারা,
শরৎ মেঘের ক্ষণিক ধারা,
সভা-ভাঙার শেষ বীণাতে তান লাগে চঞ্চল,
ওরে চলে যাওয়ার দল॥
নাগ-কেশরের ঝরা কেশর ধূলার সাথে মিতা।
গোধূলি সে রক্ত আলোয় জ্বালে আপন চিতা।