এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
৯০
আমায় তখন নাইবা মনে রাখলে ৷
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে॥
১৮
ঐ বুঝি কালবৈশাখী
সন্ধ্যা আকাশ দেয় ঢাকি॥
ভয় কিরে তোর ভয় কারে
দ্বার খুলে দিস্ চারধারে,
শোন্ দেখি ঘোর হুঙ্কারে
নাম তোরি ঐ যায় ডাকি॥
তোর সুরে আর তোর গানে
দিস্ সাড়া তুই ওর পানে।
যা নড়ে তায় দিক্ নেড়ে,
যা যাবে তা যাক্ ছেড়ে,
যা ভাঙা তাই ভাঙবেরে
যা রবে তাই থাক্ বাকি॥
১৯
যে আমি ঐ ভেসে চলে
কালের ঢেউয়ে আকাশতলে,
দূরে রেখে দেখ্চি তারে চেয়ে