পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৩
অবসান

দেওয়া-নেওয়া যাবে চুকে,
বোঝা-খ’সে-যাওয়া বুকে
যাব চ'লে হাসিমুখে
যাব নীরবে।
যেতে যদি হয় হবে॥

২১

কে বলে, “যাও যাও”—আমার
যাওয়া তো নয় যাওয়া॥
টুটবে আগল বারে বারে
তোমার দ্বারে
লাগবে আমায় ফিরে ফিরে ফিরে আসার হাওয়া॥
ভাসাও আমায় ভাঁটার টানে
অকূল পানে,
আবার জোয়ার জলে তীরের তলে ফিরে তরী বাওয়া॥
পথিক আমি পথেই বাসা,
আমার যেমন যাওয়া তেম্‌নি আসা।
ভোরের আলোয় আমার তারা
হোক্ না হারা,
আবার জ্বল্‌বে সাঁজে আঁধার মাঝে তা’রি নীরব চাওয়া