এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
১০৮
চলরে সোজা বীণার তারে ঘা দিয়ে
ডাইনে বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে ৷
হারিয়ে চলিস্ পিছনেরে,
সামনে যা পাস কুড়িয়ে নেরে—
খেদ কিরে তোর যা'ই হ'ল—
আরো কিছু নাই হ’ল, নাই হ’ল, নাই হ’ল॥
১৬
সে কোন বনের হরিণ ছিল আমার মনে
কে তারে বাঁধল অকারণে॥
গতি-রাগের সে ছিল গান, আলো ছায়ার সে ছিল প্রাণ,
আকাশকে সে চম্কে দিত বনে ৷
কে তারে বাঁধল অকারণে॥
মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে
তমাল ছায়ে ছায়ে।
ফাগুনে সে পিয়াল তলায় কে জানিত কোথায় পলায়
দখিনহাওয়ার চঞ্চলতার সনে।
কে তারে বাঁধল অকারণে॥
১৭
আমার এ পথ তোমার পথের থেকে
অনেক দূরে গেছে বেঁকে॥