এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
১১০
১৯
যেন কোন্ ভুলের ঘোরে
চাঁদ চলে যায় সরে সরে॥
পাড়ি দেয় কালো নদী,
আয় রজনী দেখবি যদি,
কেমনে তুই রাখবি ধরে,
দূরের বাঁশি ডাকূল ওরে॥
প্রহরগুলি বিলিয়ে দিয়ে
সর্ব্বনাশের সাধন কি এ?
মগ্ন হয়ে রইবে বসে
মরণ ফুলের মধুকোষে,
নতুন হয়ে আবার তোরে
মিল্বে বুঝি সুধায় ভ’রে॥
২০
তুমি মোর পাও নাই পরিচয়।
তুমি যারে জানো সে যে কেহ নয়, কেহ নয়॥
মালা দাও তারি গলে,
শুকায় তা’ পলে পলে,
আলো তার ভয়ে ভয়ে রয়,
বায়ু পরশন নাহি সয়॥