এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
১১৮
বিঘ্নবিপদ দুঃখ-দহন তুচ্ছ করিল যা’রা,
মৃত্যুগহন পার হইল, টুটিল মোহ-কারা।
দিন আগত ঐ,
ভারত তবু কই?
নিশ্চল নির্ব্বীর্য্য বাহু কর্ম্মকীর্ত্তিহীনে,
ব্যর্থ শক্তি নিরানন্দ জীবনধনদীনে,
প্রাণ দাও প্রাণ দাও, দাও দাও প্রাণ হে,
জাগ্রত ভগবান হে॥
নূতন-যুগ-সূর্য্য উঠিল ছুটিল তিমিররাত্রি,
তব মন্দির-অঙ্গন ভরি মিলিল সকল যাত্রী।
দিন আগত ঐ,
ভারত তবু কই?
গত-গৌরব হৃত-আসন নত-মস্তক লাজে,
গ্লানি তার মোচন কর, নর-সমাজ মাঝে।
স্থান দাও, স্থান দাও, দাও দাও স্থান হে,
জাগ্রত ভগবান হে॥
জনগণ-পথ তব জয়রথ-চক্র-মুখর আজি,
স্পন্দিত করি’ দিগ্-দিগন্ত শঙ্খ উঠিল বাজি'।
দিন আগত ঐ,
ভারত তবু কই?
দৈন্য জীর্ণ কক্ষ তা’র, মলিন শীর্ণ-আশা,
ত্রাস-রুদ্ধ চিত্ত তা’র, নাহি নাহি ভাষা।