পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৯
বিবিধ

কোটি-মৌন-কণ্ঠপূর্ণ বাণী কর দান হে;
জাগ্রত ভগবান হে॥
যারা তব শক্তি লভিল নিজ অন্তর মাঝে;
বর্জ্জিল ভয় অর্জিল জয় সার্থক হল কাজে।
দিন আগত ঐ,
ভারত তবু কই?
আত্ম-অবিশ্বাস তা’র নাশ’ কঠিন ঘাতে,
পুঞ্জিত অবসাদ-ভার হান’ অশনি-পাতে।
ছায়া-ভয়-চকিত-মূঢ় করহ পরিত্রাণ হে,
জাগ্রত ভগবান হে।

৩১

মাতৃমন্দির পুণ্য-অঙ্গন কর মহোজ্জ্বল আজ হে,
বরপুত্রসঙ্ঘ বিরাজ’ হে।
শুভ শঙ্খ বাজহ বাজহে॥
ঘন তিমির রাত্রির চির প্রতীক্ষা
পূর্ণ কর’, লহ জ্যোতি-দীক্ষা,
যাত্রিদল সব সাজহে,
শুভ শঙ্খ বাজহ বাজহে;
বল’ জয় নরোত্তম পুরুষ-সত্তম
জয় তপস্বী রাজ হে॥