পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
১২০

এস’ বজ্র-মহাসনে মাতৃ-আশীর্ভাষণে,
সকল সাধক এস’ হে, ধন্য কর’ এ দেশ হে।
সকল যোগী সকল ত্যাগী এস’ দুঃসহ দুঃখভাগী,
এস’ দুর্জ্জয় শক্তি-সম্পদ্ মুক্তবন্ধ সমাজ হে।
এস’ জ্ঞানী এস’ কর্মী নাশ ভারত-লাজ হে॥
এস’ মঙ্গল, এস’ গৌরব,
এস’ অক্ষয় পুণ্য-সৌরভ,
এস’ তেজঃসূর্য্য উজ্জ্বল কীর্ত্তি-অম্বর মাঝ হে।
বীরধর্ম্মে পুণ্যকর্ম্মে বিশ্ব-হৃদয়ে রাজ’ হে।
শুভ শঙ্খ বাজহ বাজহে।
জয় জয় নরোত্তম পুরুষ-সত্তম
জয় তপস্বী রাজ হে॥

৩২

মনের মধ্যে নিরবধি শিকল-গড়ার কারখানা।
একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা॥
কেমন করে নামবে বোঝা,
তোমার আপদ নয় যে সোজা,
অন্তরেতে আছে যখন ভয়ের ভীষণ ভারখানা॥
রাতের আঁধার ঘোচে বটে বাতির আলো যেই জ্বালো।
মূর্চ্ছাতে যে আঁধার ঘটে রাতের চেয়ে ঘোর কালো।