এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২১
বিবিধ
ঝড় তুফানে ঢেউয়ের মারে
তবু তরী বাঁচতে পারে,
সবার বড় মার যে তোমার ছিদ্রটার ঐ মারখানা॥
পর তো আছে লাখে লাখে কে তাড়াবে নিঃশেষে?
ঘরের মধ্যে পর যে থাকে পর ক’রে দেয় বিশ্বে সে।
কারাগারের দ্বারী গেলে
তখনি কি মুক্তি মেলে?
আপনি তুমি ভিতর থেকে চেপে আছ দ্বারখানা।
শূন্য ঝুলির নিয়ে দাবী রাগ করে রোস্ কার পরে?
দিতে জানিস্ তবেই পাবি পাবিনে ত ধার ক'রে।
লোভে ক্ষোভে উঠিস্ মাতি,
ফল পেতে চাস্ রাতারাতি,
মুঠোরে তোর করবে ফুটো আপন খাঁড়ার ধারখানা॥
৩৩
জয় যাত্রায় যাওগো,
ওঠ’ জয় রথে তব।
মোরা জয় মালা গেঁথে
আশা চেয়ে বসে র’ব।