এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ঋতু-চক্র
১
প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাপে,
বায়ু করে হাহাকার।
দীর্ঘপথের শেষে ডাকি মন্দিরে এসে
খোলো খোলো খোলো দ্বার॥
বাহির হয়েছি কবে
কা’র আহবান রবে,
এখনি মলিন হবে প্রভাতের ফুলহার॥
বুকে বাজে আশাহীন।
ক্ষীণ-মর্ম্মর বীণা,
জানিনা কে আছে কিনা, সাড়া তো না পাই তার
আজি সারাদিন ধ’রে
প্রাণে সুর ওঠে ভ’রে,
একেলা কেমন ক’রে বহিব গানের ভার॥