পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৭
ঋতু-চক্র

নিঠুর তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো তোমার
রক্তনয়ন মেলে।
ভীষণ তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত যেন
হানবে অবহেলে।
হঠাৎ তোমার কণ্ঠে এযে আশার ভাষা উঠ্লো‌ বেজে,
দিলে তরুণ শ্যামলরূপে করুণ সুধা ঢেলে॥


দারুণ অগ্নিবাণে
হৃদয় তৃযায় হানে॥
রজনী নিদ্রাহীন,
দীর্ঘ দগ্ধ দিন,
আরাম নাহি যে জানে।
শুষ্ক কানন শাখে
ক্লান্ত কপোত ডাকে
করুণ কাতর গানে॥
ভয় নাহি, ভয় নাহি।
গগনে রয়েছি চাহি।
জানি ঝঞ্ঝার বেশে
দিবে দেখা তুমি এসে
একদা তাপিত প্রাণে॥