পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২৯
ঋতুচক্র

যদি ঝ'রে পড়ে পড়ুক পাতা,
ম্লান হয়ে যাক্ মালা গাঁথা,
থাক্ জনহীন পথে পথে মরীচিকা জাল ফেলা॥
শুষ্কধূলায় খ’সে-পড়া ফুলদলে
ঘূর্ণী আঁচল উড়াও আকাশতলে।
প্রাণ যদি কর' মরুসম,
তবে তাই হোক্, হে নির্ম্মম,
তুমি একা আর আমি একা, কঠোর মিলন মেলা॥

মধ্যদিনের বিজন বাতায়নে
ক্লাস্তিভরা কোন বেদনার মায়া
স্বপ্নাভাসে ভাসে মনে মনে॥
কৈশোরে যেই সলাজ কানাকানি
খুঁজেছিল প্রথম প্রেমের বাণী
আজ কেন তাই তপ্ত হাওয়ায় হাওয়ায়
মর্ম্মরিছে গহন বনে বনে॥
যে-নৈরাশা গভীর অশ্রুজলে
ডুবেছিল বিস্মরণের তলে
আজ কেন সে বনযূথীর বাসে
উচ্ছ্বসিল মধুর নিশ্বাসে,
সারাবেলা চাঁপার ছায়ায় ছায়ায়
গুঞ্জরিয়া ওঠে ক্ষণে ক্ষণে॥