পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৩১
ঋতু-চক্র

রবিকর রহে তব প্রতীক্ষায়।
তুমি যে খেলার সাথী সে তোমারে চায়।
তাহারি সোনার তান
তোমাতে জাগায় গান,
এস হে উজ্জ্বল,
কলকল, ছলছল॥
হাঁকিছে অশান্ত বায়
“আয়, আয়, আয়,” সে তোমায় খুঁজে যায়।
তাহার মৃদঙ্গ রবে
করতালি দিতে হবে,
এস হে চঞ্চল,
কলকল, ছলছল॥
মরুদৈত্য কোন্‌ মায়াবলে
তোমারে করেছে বন্দী পাষাণ শৃঙ্খলে
ভেঙে ফেলে দিয়ে কারা
এস বন্ধহীন ধারা,
এস হে প্রবল,
কলকল,ছলছল॥

১০

শুষ্কতাপের দৈত্যপুরে  দ্বার ভাঙ্‌বে ব’লে
রাজপুত্র, কোথা হ’তে হঠাৎ এলে চলে॥