পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রবাহিণী
১৪০

গুঞ্জরিয়া কেন বেড়ায় ও যে
বুকের শিরে শিরে॥
অলখ তারে বাঁধা অচিন্‌ বীণা
ধরার বক্ষে রহে নিত্য লীনা, এই হাওয়া,
কত যুগের কত মনের কথা
বাজায় ফিরে ফিরে॥
ঋতুর পরে ঋতু ফিরে আসে
বসুন্ধরার কূলে।
চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে
ফুলের পরে ফুলে।
গানের পরে গানে তারি সাথে
কত সুরের কত-যে হার গাঁথে, এই হাওয়া,
ধরার কণ্ঠ বাণীর বরণ-মালায়
সাজায় ঘিরে ঘিরে॥

২৪

বাদল ধারা হ’ল সারা, বাজে বিদায় সুর,
গানের পালা শেষ ক’রে দে, যাবি অনেক দূর॥
ছাড়ল খেয়া ওপার হ’তে
ভাদ্রদিনের ভরা স্রোতে,
দুল্‌চে তরী নদীর পথে তরঙ্গ-বন্ধুর॥