পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৪৩
ঋতু-চক্র

২৮

আসা-যাওয়ার মাঝখানে
একলা আছে চেয়ে কাহার পথপানে॥
আকাশে ঐ কালোয় সোনায়
শ্রাবণ মেঘের কোণায় কোণায়
আঁধার আলোয় কোন খেলা-যে কে জানে
আসা-যাওয়ার মাঝখানে॥
শুক্‌নো পাতা ধূলায় ঝরে,
নবীন পাতায় শাখা ভরে।
মাঝে তুমি আপন-হারা,
পায়ের কাছে জলের ধারা
যায় চলে ঐ অশ্রুভরা কোন্‌ গানে
আসা-যাওয়ার মাঝখানে॥

২৯

কখন্‌ বাদল ছোঁওয়া লেগে
মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘ,॥
 ঘাসের ঘন ঘোরে
ধরণীতল হল শীতল চিকণ আভায় ভ’রে;
ওরা হঠাৎ-গাওয়া গানের মত এল প্রাণের বেগে॥