পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৪৫
ঋতু-চক্র

কোন্ ভোলা-দিনের বিরহিণী
যেন তারে চিনি চিনি
ঘন বনের কোণে কোণে
ফেরে ছায়ার ঘোমটা পরা॥
কেন বিজনবাটের পানে
তাকিয়ে আছি কে তা জানে।
যেন হঠাৎ কখন অজানা সে
আস্‌বে আমার দ্বারের পাশে,
বাদল সাঁঝের আঁধার মাঝে
গান গাবে প্রাণ-পাগল-করা॥


৩২

শ্রাবণ বরিষণ পার হ’য়ে
কী বাণী আসে ওই র’য়ে র'য়ে॥
গোপন কেতকীর পরিমলে,
সিক্ত বকুলের বনতলে,
দূরের আঁখি জল ব’য়ে ব’য়ে
কী বাণী আসে ওই র’য়ে র'য়ে॥
কবির হিয়াতলে ঘুরে ঘুরে
আঁচল ভ’রে লয় সুরে সুরে।

১০