এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৫
ঋতু-চক্র
তোমার সোনার আলোর ধারা প্রাণ ভ’রে পাই,
কালে। মাটির ফুল ফুটিয়ে শোধ করি তাই।
শরৎ রাতের শেফালি বন
সৌরভেতে মাতে যখন,
পাল্টা সে তান লাগে তব শ্রাবণ রাতের প্রেম বরিষায়॥
৪৭
আমারে ডাক দিল কে ভিতর পানে?
ওরা যে ডাক্তে জানে॥
আশ্বিনে ঐ শিউলি শাখে
মৌমাছিরে যেমন ডাকে
প্রভাতে সৌরভের গানে॥
ঘর-ছাড়া আজ ঘর পেল যে,
আপন মনে রইল মজে’।
হাওয়ায় হাওয়ায় কেমন করে’
খবর যে তা’র পৌঁছল রে,
ঘরছাড়া ঐ মেঘের কানে॥
৪৮
তোমরা যা বল’ তাই বল’, আমার লাগেন। মনে।
আমার যায় বেল। যায় বয়ে, কেমন বিনা কারণে॥