পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
১৫৮

শূন্য ক’রে ভ’রে দেওয়া যাহার খেলা
তারি লাগি রইনু বসে সকল বেলা।
শীতের পরশ থেকে থেকে
যায় বুঝি ঐ ডেকে ডেকে
সব খোয়াবার সময় আমার হবে কখন্ কোন্ সকালে॥

৫২

সেদিন আমায় বলেছিলে
আমার সময় হয় নাই—
ফিরে ফিরে চলে গেলে তাই।
তখনো খেলার বেলা
বনে মল্লিকার মেলা
পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই॥
আজি এল হেমন্তের দিন
কুহেলি-বিলীন ভূষণ বিহীন।
বেলা আর নাই বাকি
সময় হয়েছে নাকি?
দিন শেষে দ্বারে বসে পথপানে চাই॥

৫৩

এল যে শীতের বেলা বরষ পরে,
এবার ফসল কাটো লও গো ঘরে॥