পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৯
ঋতু-চক্র

কর’ ত্বরা, কর’ ত্বরা,
কাজ আছে মাঠ ভরা,
দেখিতে দেখিতে দিন আঁধার করে॥
বাহিরে কাজের পালা হইবে সারা,
আকাশে উঠিবে যবে সন্ধ্যা তারা।
আসন আপন হাতে
পেতে রেখো আঙিনাতে
যে-সাথী আসিবে রাতে তাহারি তরে॥

৫৪

পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চ’লে
আয় আয় আয়।
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে
মরি হায় হায় হায়।
হাওয়ার নেশায় উঠল মেতে
দিগ্‌বধূরা ধানের ক্ষেতে,
রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে,
মরি হায় হায় হায়॥
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুসি হ’ল।
ঘরেতে আজ কে রবে গো খোলো দুয়ার খোলো।